Monday, December 8, 2025
HomeBharat'আমরা কেউ স্কুলের বাচ্চা নই, ক্ষমা চান সভাপতি', ধনখড়ের আচরণের নিন্দা জয়া...

‘আমরা কেউ স্কুলের বাচ্চা নই, ক্ষমা চান সভাপতি’, ধনখড়ের আচরণের নিন্দা জয়া বচ্চনের

- Advertisement -

ফের একবার বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ও জগদীপ ধনখড়। অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জয়া বচ্চনের নাম যোগ করা নিয়ে রাজ্যসভায় ফের ক্ষোভে ফেটে পড়েন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ভরা সংসদে দাঁড়িয়েই চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কথার বিরোধিতা করেন তিনি।

জগদীপ ধনখড়ের সুর নিয়ে প্রশ্ন তোলেন জয়া। এরপরই রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা। এরপর রাজ্যসভায় যা ঘটেছে তা নিয়ে রীতিমতো সংবাদমাধ্যমের সামনে বোমা ফাটান জয়া বচ্চন। তিনি জগদীপ ধনখড়ের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। সপা সাংসদ বলেন, গত কয়েকদিন ধরে চেয়ারম্যানের ব্যবহৃত শব্দগুলি মোটেও সঠিক ছিল না।

   

জয়া বচ্চন আরও বলেন, “আমরা স্কুলের বাচ্চা নই। আমরা কেউ কেউ সিনিয়র সিটিজেন। বিরোধী দলনেতা কথা বলার জন্য উঠে দাঁড়িয়েছিলেন, তখন মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি কিভাবে তা করতে পারেন?”

সংসদে দাঁড়িয়ে সপা সাংসদ আরও বলেন, ‘চেয়ারে বসেই এ ধরনের শব্দ বহুবার ব্যবহার করা হচ্ছে, যা ঠিক নয়। আপনি বুদ্ধিহীন। এই শব্দগুলি ট্রেজারি বেঞ্চগুলিও ব্যবহার করে। আমি একজন সংসদ সদস্য। রাজ্যসভায় আজকাল যে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা কখনও ব্যবহার করা হয়নি। চেয়ারম্যানকে ক্ষমা চাইতে হবে।’

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular