২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra Foul) জ্যাভলিন ইভেন্টে রুপোর পদক জয় করে ইতিহাস কায়েম করেছেন। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে নীরজ অলিম্পিক টুর্নামেন্টে একটি সোনা এবং একটি রুপোর পদক জয় করেছেন। ২০২০ টোকিও অলিম্পিকে এই একই ইভেন্টে তিনি সোনার পদক জয় করেছিলেন। এবার সবাই নীরজের থেকে সোনার পদক প্রত্যাশা করেছিলেন। কিন্তু, অল্পের ব্যবধানে তিনি সোনার পদক জিততে পারেননি। রুপোর পদক নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হবে।
৬-এর মধ্যে পাঁচটি থ্রো ফাউল!
এবারের অলিম্পিক টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী পর্বে নীরজ চোপড়া অসাধারণ একটি থ্রো করে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন। কিন্তু, ফাইনাল ম্যাচে তাঁর প্রথম থ্রো ফাউল হয়ে যায়। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় তিনি মরশুমের সেরা থ্রো (৮৯.৪৫ মিটার) করেন এবং দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু, নীরজের ঝুলিতে তখনও চারটে থ্রো বাকি ছিল। সেখানে তিনি নিজের পারফরম্যান্স শুধরে নিতে পারতেন। কিন্তু, নীরজ একের পর এক ফাউল করে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। যদি তাঁর দ্বিতীয় থ্রো এতটাই ‘ভয়ঙ্কর’ ছিল, যা শেষপর্যন্ত তাঁর রুপোর পদক নিশ্চিত করে।
প্যারিসে নীরজ রুপো জিতলেও বাজল না ভারতের জাতীয় সংগীত! কারণটা জানেন?
‘অবশ্যই বাজবে আমাদের জাতীয় সংগীত’
রুপোর পদক জয়ের পর নীরজ চোপড়া একটা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘দেশের হয়ে যখনই কোনও পদক জিততে পারি, আমরা সকলেই যথেষ্ট আনন্দিত হই। এবার খেলাধুলোর মান উন্নয়ন করার সময় এসে গিয়েছে। কীভাবে পারফরম্যান্স আরও উন্নত করা যায়, তা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্যারিস অলিম্পিকে আমরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু, এক একটা দিন এক একজন অ্যাথলিটের জন্য ভালো যায়। তেমনই আজকের দিনটা আরশলাদের ছিল। আমি নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দিয়েছিলাম। কিন্তু, কয়েকটা বিষয়ে আরও বেশি করে মনোযোগ দেওয়ার দরকার রয়েছে। আজ হয়ত আমাদের জাতীয় সংগীত বাজেনি। কিন্তু, ভবিষ্যতে অন্য কোথাও অবশ্যই বাজবে।’
অলিম্পিকে কতগুলো পদক জিতেছে বাংলাদেশ? শুনলে অবাক হবেন
বারংবার ফাউল নিয়ে কী বললেন নীরজ?
ফাইনাল ম্যাচে বারংবার ফাউল করার প্রসঙ্গে নীরজ চোপড়া বললেন, ‘আমি নিজের পারফরম্যান্স নিয়ে একেবারে খুশি নই। পাশাপাশি আমার টেকনিক এবং রানওয়ে নিয়েও যথেষ্ট সমস্যা ছিল। কেবলমাত্র একটাই থ্রো বৈধ হয়েছে। বাকিগুলো আমি ফাউল করেছি। দ্বিতীয় থ্রো’র পরই আমার মধ্যে আত্মবিশ্বাস চলে এসেছিল যে আমিও এতটা দুরে জ্যাভলিন ছুঁড়তে পারি। কিন্তু, থ্রো করার সময় যদি রান আপ ঠিকঠাক না হয়, তাহলে আপনি খুব বেশিদুর এগোতে পারবেন না।’