ডার্বির আগে হুঙ্কার Mohun Bagan অধিনায়কের

ডুরান্ড কাপে ভারতীয় বায়ুসেনার ফুটবল দলকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তুঙ্গে দলের ফুটবলারদের আত্মবিশ্বাস। ম্যাচের পর বাগান অধিনায়কের (Subhasish Bose)…

Mohun Bagan captain Subhasish Bose excited about derby

ডুরান্ড কাপে ভারতীয় বায়ুসেনার ফুটবল দলকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তুঙ্গে দলের ফুটবলারদের আত্মবিশ্বাস। ম্যাচের পর বাগান অধিনায়কের (Subhasish Bose) মন্তব্যে আসন্ন ডার্বির প্রসঙ্গ।

   

অলিম্পিক ফাইনালে কেন বারংবার ফাউল? কারণ খোলসা নীরজের

ডার্বির আগে কলকাতার দুই দলই ফর্মে রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ৬-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল বাগান। দুই ম্যাচে কোনও গোল হজম করেনি সবুজ মেরুন ব্রিগেড।

ইস্টবেঙ্গলও ভারতীয় বায়ুসেনা ও ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয়লাভ করেছে। দু’টি ম্যাচেই ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছে লাল হলুদ ব্রিগেড। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলই একপেশে ম্যাচ খেলে জয়ের সরণিতে রয়েছে। বড় ম্যাচ থেকে পুরো পয়েন্ট নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন উভয় ক্লাবের ফুটবলাররা।

অস্ট্রেলিয়া সিরিজের আগে দিন-রাতের টেস্ট? টিম ইন্ডিয়ার সামনে নয়া চ্যালেঞ্জ

গত মরসুমের মতো এই মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিষ বসু। বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার পর উচ্ছ্বসিত মোহন তরীর ক্যাপ্টেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘ভাইদের সঙ্গে মাঠে ফিরতে পেরে দারুণ লাগছে। শুরুটা ভাল হয়েছে, কিন্তু আগামী দিনে অনেক পথ চলা বাকি। এখনও অনেক কিছু করা বাকি, সবে শুরু।’ এরপরেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘মরসুমের প্রথম ডার্বির জন্য মুখিয়ে রয়েছি। তখন দেখা হবে।’