রবির আকাশে গ্রহণ: কোথা থেকে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য?

এ বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবীর একাংশ। ২১ সেপ্টেম্বর ঘটবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। তবে হতাশ হতে হবে ভারতবাসীকে। গ্রহণের সময় ভারতে সূর্য…

solar eclipse in India

এ বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবীর একাংশ। ২১ সেপ্টেম্বর ঘটবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। তবে হতাশ হতে হবে ভারতবাসীকে। গ্রহণের সময় ভারতে সূর্য অস্তমিত হয়ে যাওয়ায় দেশ থেকে দেখা যাবে না এই দৃশ্য।

কখন গ্রহণ?

নাসা ও আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ সংস্থাগুলির তথ্য অনুযায়ী, আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে দুপুর ১টা ২৯ মিনিটে (ইস্টার্ন টাইম), যা ভারতীয় সময়ে রাত ১০টা ৫৯ মিনিট। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে রাত ১টা ১১ মিনিটে (IST) এবং শেষ হবে ভোররাত ৩টা ২৩ মিনিটে।

   

আংশিক সূর্যগ্রহণে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে। ফলে সূর্যের কিছু অংশ আড়াল হয়ে যায়। সূর্যের কেবল একাংশ ঢেকে যাওয়ায় আকাশে অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়, যদিও দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না।

Advertisements

কোথায় দেখা যাবে গ্রহণ?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গ্রহণ দেখা যাবে মূলত দক্ষিণ গোলার্ধে। অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল থেকে আকাশপ্রেমীরা উপভোগ করতে পারবেন এই মহাজাগতিক ঘটনা। তবে ভারত, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ দেশ এ বছর সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে না।

এই আংশিক গ্রহণই হবে ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ। পরবর্তী সূর্যগ্রহণ ঘটবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬। সেটি হবে বলয়াকার সূর্যগ্রহণ (Annular Eclipse), যা দৃশ্যমান হবে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে। তবে সেটিও ভারতের আকাশে দেখা যাবে না।