আরও একবার দুর্ধর্ষ সাহস এবং দক্ষতার পরিচয় দিল ভারতীয় সেনা (Indian Army)। বরফের পুরু চাদর ভেদ করে উদ্ধার করলেন জম্মু কাশ্মীরের এক মহিলাকে। উদ্ধারের পর তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে।
হিমশীতল বারায়ুবে আটকে পড়েছিলেন ফজলি বেগম নামের এক মহিলা। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কর্তব্যে অবিচল ভারতীয় সেনার চিনার কর্প (Chinar Coprs)। হেলিকপ্টার পরিষেবা, মেডিক্যাল বিশেষজ্ঞর সাহায্যে মহিলাকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। স্ট্রেচারে করে প্রায় দেড় কিলোমটার পথ ফজলি বেগমকে বয়ে এনেছে চিনার কর্প। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বন্দিপুরার হাসপাতালে।
উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় মৌসুম ভবনের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী শ্রীনগরে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস। পাহেলগাওয়ে পারদ আরও নীচে। সেখানকার তাপমাত্রা মাইনাস আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।