Delhi Police: মোদী সরকার বিরোধী সাংবাদিকরা ধৃত, CPIM সম্পাদক ইয়েচুরির ঘরে তল্লাশি

সংসদের কক্ষে বহুবার মোদী ও ইয়েচুরিকে হাসতে দেখা গেছে। ইয়েচুরির সন্তানের মৃত্যুর পর তৎক্ষণাৎ দু:খপ্রকাশ করেছিলেন মোদী। রাজনৈতিক বিপরীত অবস্থান থাকলেও এমনই গাঢ় সম্পর্ক দুজনের।…

সংসদের কক্ষে বহুবার মোদী ও ইয়েচুরিকে হাসতে দেখা গেছে। ইয়েচুরির সন্তানের মৃত্যুর পর তৎক্ষণাৎ দু:খপ্রকাশ করেছিলেন মোদী। রাজনৈতিক বিপরীত অবস্থান থাকলেও এমনই গাঢ় সম্পর্ক দুজনের। সেই সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে পুলিশি তল্লাশি ঘিরে দেশ সরগরম। অভিযোগ, তিনি সরাসরি মোদী সরকার বিরোধী সংবাদ প্রতিষ্ঠান নিউজ ক্লিকের সাথে জড়িত। বিদেশি অর্থ লেনদেনের অভিযোগে তল্লাশি চলছে। একাধিক সাংবাদিক ধৃত।

২০২১ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের ভিত্তিতে দিল্লি পুলিশ চালাচ্ছে অভিযান। অভিযোগ, নিউজক্লিক সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ প্রতিষ্ঠান চিনের কাছ থেকে তহবিল পেয়েছিল। এদিকে নিউজক্লিক বরাবর মোদী ও বিজেপি বিরোধী সংবাদ সরবরাহ করে। মূলত বাম ঘনিষ্ঠ এই সংবাদ প্রতিষ্ঠানটির খবর বারবার দেশ জুড়ে বিতর্ক ফেলেছে।

দিল্লি পুলিশের বিশাল অভিযান চলছে। জানা যাচ্ছে একাধিক সাংবাদিককে জেরার জন্য আটক করা হয়। তাদের বাড়িতে চলে তল্লাশি। ল্যাপটপ, পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে।যাদের বাসভবনে অভিযান চলছে বলে জানা গেছে, সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, সিপিআইএম। অভিসার শর্মা, সাংবাদিক, পরঞ্জয় গুহ ঠাকুরতা, সাংবাদিক, ভাষা সিং, সাংবাদিক, ডি রঘুনন্দন, সাংবাদিক, সঞ্জয় রাজৌরা, স্ট্যান্ড আপ কমেডিয়ান, ঊর্মিলেশ, সাংবাদিক, প্রবীর পুরকায়স্থ, নিউজক্লিক এডিটর, সোহেল হাসমি, ঐতিহাসিক গীতা হরিহরন, লেখক, অনিন্দ্য চক্রবর্তী, সাংবাদিক, সত্যম তেওয়ারী, সাংবাদিক , অদিতি নিগম, সাংবাদিক, সুমেধা পাল, সাংবাদিক সহ অন্যান্যরা

দিল্লি পুলিশ ফাইনান্সিয়াল কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ)-এর সম্ভাব্য লঙ্ঘনের তদন্ত করছে। তবে তা জানানো হয়নি। সীতারাম ইয়েচুরি অভিযোগ অস্বীকার করেছেন। সরকারের বিরুদ্ধে মিডিয়াকে হয়রানি ও ভয় দেখানোর চেষ্টা করার পাল্টা অভিযোগ করেছেন।