তৃণমূলের ধর্নায় গরম যন্তরমন্তর, বিরাট পুলিশি ঘেরাটোপ

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আজ মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের প্রতিবাদ সভা শুরু হবে। যন্তর মন্তরে তৃণমূলের এই…

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আজ মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের প্রতিবাদ সভা শুরু হবে। যন্তর মন্তরে তৃণমূলের এই প্রতিবাদ সভা চলবে বিকাল ৫টা পর্যন্ত। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন যে সাধারণ মানুষের গায়ে হাত পড়লে পরিণতি ভয়ঙ্কর হবে।

বকেয়া পাওনা আদায়ের জন্য কেন্দ্রের বিরুদ্ধে একজোট হতে বাংলার বিভিন্ন জেলা থেকে একাধিক বাসে করে দিল্লি এসেছেন জব কার্ড হোল্ডার-সহ কয়েকশো তৃণমূল কর্মী। তৃণমূলের ধর্নায় গরম যন্তরমন্তর চত্বর। তারই মাঝে দেখা গেল যন্তরমন্তর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং নামানো হয়েছে র‌্যাফ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করে হয়েছে যন্তর মন্তর চত্বরে। জানা যাচ্ছে কীভাবে ভিড় সামলানো হবে তার রণকৌশল তৈরি করতে ব্যস্ত দিল্লি পুলিশ।

যন্তর মন্তরে এলাকায় বসময়ই পুলিশ মোতায়েন থাকে। তবে আজকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের সভা শুরুর প্রায় কয়েক ঘণ্টা আগে থেকেই মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। র‌্যাফ-ও এবং জলকামানও মোতায়েন করা হয়েছে। এছাড়া যন্তর মন্তর-সংলগ্ন রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে আটকানোর প্রস্তুতি শুরু হয়েছে। মূল সভাস্থল ঘিরে রেখেছে দিল্লি পুলিশের বিরাট বাহিনী। পুলিশ, র‌্যাফ, জলকামান ছাড়াও রয়েছে কমান্ডো এবং মহিলা পুলিশ বাহিনী।