H1-B ভিসা নিয়ে মৌন! মোদীকে “দুর্বল প্রধানমন্ত্রী” বলে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: H1-B ভিসার জন্য ছবরে গুনতে হবে ১ লক্ষ টাকা! শুল্কের পর এবার ট্রাম্পের ভিসা ত্রাসে ত্রাহি রব উঠেছে ভারতের প্রযুক্তি কর্মীদের। H1-B ভিসার সুবিধাভোগীদের…

নয়াদিল্লি: H1-B ভিসার জন্য ছবরে গুনতে হবে ১ লক্ষ টাকা! শুল্কের পর এবার ট্রাম্পের ভিসা ত্রাসে ত্রাহি রব উঠেছে ভারতের প্রযুক্তি কর্মীদের। H1-B ভিসার সুবিধাভোগীদের মধ্যে ভারতীয়ের সংখ্যা প্রায় ৭১ শতাংশ। এই নিয়ে প্রতিবাদ জানানোর পরিবর্তে ফের ‘আত্মনির্ভর ভারতের বুলি আওড়াচ্ছেন’ বলে তোপ দেগেছে কংগ্রেস। শনিবার নরেন্দ্র মোদীকে ফের “দুর্বল প্রধানমন্ত্রী” বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আমেরিকার চোখ রাঙানিতে বারংবার মোদীর মৌনতা দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেসের লোকসভার ডেপুটি নেতা গৌরব গগই বলেন, “H1-B ভিসা সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকা ভারতের সেরা এবং মেধাবীদের ভবিষ্যতের উপর আঘাত করেছে।”

   

সেইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ‘সাহসিকতার’ কথা উল্লেখ করে গগই বলেন, “এখনও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাহসিকতার কথা মনে পড়ে যখন একজন আইএফএস মহিলা কূটনীতিককে মার্কিন যুক্তরাষ্ট্রে অপমান করা হয়েছিল। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর কৌশলগত-নীরবতা ভারতের জাতীয় স্বার্থের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে”। এক্সে নরেন্দ্র মোদীকে “দুর্বল প্রধানমন্ত্রী” বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা পবন খেরাও।

Advertisements

কেন ফি বাড়ল H1-B ভিসার?

বিগত বেশ কয়েকদিন ধরেই নিজেদের দেশে কাজ পাচ্ছেন না বলে সরব আমেরিকানরা। সম্প্রতি ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেও বলা হয়, মাস্ক শুধুমাত্র H1-B ভিসাধারীদের পৃষ্ঠপোষকতা করছেন। যার ফলে বিভিন্ন মার্কিন কোম্পানিতে কাজ পাচ্ছেন না আমেরিকানরাই। এই একই যুক্তি দিয়ে শুক্রবার ভিসা ফি বাড়ানোর ঘোষণায় মার্কিন বাণিজ্য সচিব বলেন, এরফলে আমেরিকান সংস্থাগুলিতে দেশের কর্মীরা কাজের সুযোগ পাবেন।

ট্রাম্প অভিযোগ করেন, কোম্পানিগুলির দ্বারা H-1B ভিসার ‘পদ্ধতিগত অপব্যবহার’ হয়েছে। কেননা, ভিসাধারীদের তুলনামূলক কম মাইনেতে নিয়োগ করা যায়। সেক্ষেত্রে আমেরিকানদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে। বিশেষ করে আইটি কোম্পানি গুলি বিদেশী কর্মীতে ভরে যাওয়ায় দেশের কলেজ উত্তীর্ণ আইটি ইঞ্জিনিয়ররা চাকরি পাচ্ছেন না।