Shootout at Patna: পাটনায় চলল পরপর গুলি, একাধিক রক্তাক্ত

বিহারের রাজধানীতে জঙ্গলরাজে দু:স্বপ্ন ফিরে এলো। দিনের বেলা চলছে পরপর গুলি। কয়েকজন গুলিবিদ্ধ-রক্তাক্ত। (Shootout at Patna) পাটনা জুড়ে আতঙ্ক। সর্বশেষ খবর একজনের মৃত্যু হয়েছে। বাকিরা…

Shootout at Patna: পাটনায় চলল পরপর গুলি, একাধিক রক্তাক্ত

বিহারের রাজধানীতে জঙ্গলরাজে দু:স্বপ্ন ফিরে এলো। দিনের বেলা চলছে পরপর গুলি। কয়েকজন গুলিবিদ্ধ-রক্তাক্ত। (Shootout at Patna) পাটনা জুড়ে আতঙ্ক। সর্বশেষ খবর একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন।

রবিবার পাটনার জেঠুলি গ্রাম এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর জেরে পরিস্থিতির রীতিমতো গরম। জানা যাচ্ছে, স্থানীয় কয়েকজনের মধ্যে গাড়ি পার্কিং করা নিয়ে বচসা হয়। সেই বচসার মধ্যে চলে গুলি। পরপর পাঁচ জন গুলিবিদ্ধ হন।

এলাকাবাসী জানিয়েছেন, গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় বচসা শুরু হয়েছিল। তার জেরে চলেছে গুলি। চেখের সামলে একের পর এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ দেখে এলাকার বাসিন্দারা ভীত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রক্তাক্ত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

Advertisements

এই ঘটনার জেরে রাজ্যে জেডিউউ এবং আরজেডি মহাজোটের সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপির অভিযোগ, বিহারে এর আগে আরজেডি সরকারের আমলে জঙ্গলরাজ কায়েম হয়েছিল। সেই দিন ফের ফিরে এসেছ্।