Jalpaiguri: সর্বভারতীয় তিরন্দাজিতে সোনা পেল উত্তরের টোটো চালক-কন্যা কণিকা

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কনিকা রায়ের (Kanika Roy) বাড়ি। আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী কণিকা।

Kanika Roy

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কনিকা রায়ের (Kanika Roy) বাড়ি। আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী কণিকা। হরিয়ানায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) হরিয়ানায় আয়োজিত সর্বভারতীয় তিরন্দাজিক আসরে কনিকা ৫০ মিটারে প্রথম স্থান অধিকার করে সোনা পেয়েছে।  ৮০ মিটারেও দ্বিতীয় স্থান অধিকার করেছে।

কণিকার বাবার নাম কর্ণদেব রায় পেশায় টোটো চালক। মায়ের নাম মানসী রায় গৃহবধূ। আর্থিক অনটনের মধ্য দিয়েও কনিকার এই সাফল্যে তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ও আমগুড়ি অঞ্চলের বাসিন্দারা কনিকারে সাফল্যের আনন্দিত। আর্থিক অনটনের মধ্য দিয়ে তার খেলার প্রতি কঠোর পরিশ্রম করেছে, কখনোই হার মানেনি। এবং খেলাধূলা চালিয়ে গেছে।

   

কনিকার এই সাফল্যের প্রধান কারিগর রয়েছে আমগুড়ির রামমোহন হাইস্কুলের শিক্ষক পার্থ প্রতিম রায়। বিভিন্ন ভাবে খেলাধুলার সহযোগিতা করেছে। শিক্ষক পার্থপ্রতিম রায় বলেন, কণিকার সাফল্যের আমগুড়ি হাই স্কুলের ছাত্রী স্কুলের ও আমগুড়ি অঞ্চলকে গর্বিত করল। যাতে আগামীতে আরো ভালো খেলতে পারে দেশের হয়ে যাতে প্রতিনিধিত্ব করতে পারে কণিকার জন্য মঙ্গল কামনা করেন শিক্ষক পার্থপ্রতিম রায়। যাতে কণিকা আরো বড় মাপের খেলোয়ার হতে পারে। তার জন্য আর্থিক সহযোগিতা করেছেন শিক্ষক পার্থ প্রতিম রায়। কনিকা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে।