Salman khan:সলমন খানের বাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজতে আত্মহত্যা

পুলিশি হেফাজতে আত্মহত্যা? তাও আবার সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এক আততায়ীর। সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুজন গ্রেফতার হয়, তাঁরা হলেন…

salman khan

পুলিশি হেফাজতে আত্মহত্যা? তাও আবার সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এক আততায়ীর। সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুজন গ্রেফতার হয়, তাঁরা হলেন সোনু বিষ্ণোই ও অনুজ থাপন।একটি সর্বভারতীয় সংবাদপত্রের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেন অনুজ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে মৃত্যু হয়েছে অনুজের।

প্রসঙ্গত ১৪ই এপ্রিল সলমনের বান্দ্রার ফ্ল্যাটে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলি চালিয়েছিলেন, সাগর পাল ও ভিকি গুপ্ত এবং তাঁদের অস্ত্র জোগাড় করে দিয়েছিলেন সোনু বিষ্ণোই ও অনুজ থাপন। জানা গিয়েছিল, তাঁদের মোট দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

   

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছিল আততায়ীরা বিষ্ণোই-গ্যাংয়ের সদস্য। ইদানীং এই ঘটনার পর থেকেই সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদমাধ্যমের থেকে খবরের ভিত্তিতে আরও জানা গিয়েছে, , ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন তিনি।