Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে (Kunal Ghosh)। আজ, বুধবার দুপুরে এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসে। এদিন সকালে উত্তর কলকাতার…

Kunal-Ghosh

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে (Kunal Ghosh)। আজ, বুধবার দুপুরে এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসে। এদিন সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। তার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের কংগ্রেসের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এর আগে আলটপকা মন্তব্য করার জন্য মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কুণাল ঘোষকে। আর এবার লোকসভা ভোটের মধ্যেই কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণালকে। তৃণমূলের তরফে একটি প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়। বিবৃতির নীচে সই ছিল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।

   

সেই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে করা কুণাল ঘোষের করা একাধিক মন্তব্য দলের নীতির সঙ্গে বেমানান। উনি যা বলেছেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত মন্তব্য, পার্টির বক্তব্য নয়। এর আগে ওনাকে দলের মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর এখন তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। 

এদিন সকালে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের একটি রক্তদান শিবিরের মঞ্চে কুণাল আর তাপসকে একমঞ্চে দেখা যায়। মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেন, আমরা তৃণমূল কর্মীরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করব। আর তাপস রায়ের হয়ে প্রচার করবেন বিজেপি কর্মীরা। এখানে কোনও ছাপ্পা ভোট হবে না। মানুষ বেছে নেবে তাঁর পছন্দের প্রার্থীকে। মানুষই শেষ কথা বলবে।

সেই মঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দেন কুণাল। তিনি বলেন, আমি দলীয় মন্তব্য করতে চাই না। তবে তাপস রায় সাংগাঠনিক নেতা, বিধায়ক, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। ওনার বাড়ির দরজা সকলের জন্য সর্বদা খোলা থাকে। উনি ভালো বলেই ওনাকে দলে রাখার চেষ্টা করা হয়েছিল। 

অন্যদিকে কুণাল ঘোষকেও পাল্টা প্রশংসা করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস বলেন, আমার প্রশংসা সবাই করেন। জনপ্রতিনিধি হিসেবে মানুষ আমাকে সর্বদা পাশে পেয়েছেন। ৫২ বছর ধরে রাজনীতি করছি, পাঁচবারের বিধায়ক। কুণাল খুবই ভালো ছেলে। ডাক্তার পিকে ঘোষের ছেলে। ওর মহানুভবতা দেখে আমি অবাক হয়ে যাই।

লোকসভা ভোটের মধ্যে এভাবে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ পদ থেকে সরিয়ে দেওয়ায় স্বভাবতই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।