হল না শেষ রক্ষা, এবার জমি দুর্নীতি মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নিল ইডি। প্রসঙ্গত, উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউত নরেন্দ্র মোদীর সমালোচক হিসেবেই পরিচিত।
Advertisements
ঘটনাকে ঘিরে ফের একবার মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এর আগে সকালে সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, ‘তিনি শিবসেনা ছাড়বেন না। আমার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে। মরে গেলেও আত্মসমর্পণ করব না।’ সঞ্জয় রাউতকে পাঠানো সমন তাঁর কাছ থেকে উত্তর না পাওয়ায় এবং তদন্তে সহযোগিতা না করায় ইডির দল তাঁর বাড়িতে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
Advertisements
আজ সকাল ৭টা নাগাদ মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছয় ইডি-র দল। এক ঘণ্টা পর সঞ্জয় রাউত তিনটি টুইট করে তার জবাব দেন।


