HomeBharatদেশ থেকে বিতাড়িত! বিশেষ বিমানে ভারতে পৌঁছলেন হাসিনা, নিতে পারেন আশ্রয়!

দেশ থেকে বিতাড়িত! বিশেষ বিমানে ভারতে পৌঁছলেন হাসিনা, নিতে পারেন আশ্রয়!

- Advertisement -

ভারতে পৌঁছলেন সেখ হাসিনা। এদেশে নামতেই তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ থেকে হাসিনার হেলিকপ্টার প্রথমে ত্রিপুরায় অবতরন করে। তারপরে ভারতীয় বায়ুসেনার C-130 J বিশেষ বিমানে নিয়ে আসা হয় নয়াদিল্লিতে। তবে নয়াদিল্লিতে এলে হাসিনাকে কোথায় রাখা হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কারণ নিরাপত্তাগত কারণেই সেই বিষয়টি গোপন রাখা হয়েছে। 

বাংলাদেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার, ঘোষণা সেনাপ্রধানের, প্রতিটা অন্যায়ের বিচারের আশ্বাস

   

এদিন সকাল থেকে গণ বিক্ষোভে চরমে পৌঁছলে কোনঠাসা হয়ে পড়েন সেখ হাসিনা। শেষপর্যন্ত চাপে পড়ে বাধ্য হয়েই দেশত্যাগ করেন করেন তিনি। সেখ হাসিনা দেশ ছাড়ার পরই সাংবাদিক বৈঠক করলেন বাংলাদেশের সেনা প্রধান। জেনারেল ওয়াকার-উজ-জামান আন্দোলনকারীদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন। ঘোষণা করেছেন, এখন বাংলাদেশ পরিচালনা করবে অন্তবর্তীকালীন সরকার।

পদত্যাগ পত্র জমা দিয়ে পলাতক শেখ হাসিনা, গন্তব্য কলকাতা?

বিএনপি, জাতীয় পার্টি, জামাতের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই গঠন করা হবে এই অন্তবর্তীকালীন সরকার। 

এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে  নিরাপত্তা। পেট্রাপোল-বেনাপোল, হিলি, চ্যাংরাবান্ধা, মেহদীপুর ও ফুলবাড়ি সহ একাধিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। গেদে সীমান্ত দিয়েও বন্ধ রয়েছে রেল চলাচল।  বাংলাদেশে অভুত্থানের জেরে বহু মানুষ বিশেষত হিন্দুরা ওদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে বিজিবির সঙ্গে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন বিএসএফ।  সীমান্তবর্তী প্রতিটি জেলায় পুলিশ প্রশাসনেও বেড়েছে তত্পরতা। অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা রক্ষায় এস-ডিএসপি পর্যায়ে চলছে লাগাতার বৈঠক। 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular