Amritsar: ২৪ ঘন্টায় দ্বিতীয়বার বিস্ফোরণে কেঁপে উঠল স্বর্ণ মন্দির চত্বর

Amritsar's Golden Temple Area Shaken by Second Explosion in 24 Hours - Latest Updates

ফের বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসর (Amritsar)। পরপর একই জায়গায় দ্বিতীয়বার বিস্ফোরণ। স্বর্ণ মন্দিরের কাছেই ঘটেছে দ্বিতীয় বিস্ফোরণটিও। প্রসঙ্গত, গতকাল এই একই জায়গায় বিস্ফোরণ ঘটেছিল। তাতে ৬ জন আহত হয়েছিলেন। তার পরের দিন, আজ আবার একই জায়গায় বিস্ফোরণ ঘটেছে।

অমৃতসরের স্বর্ণমন্দির সংলগ্ন এলাকাকে হাই সিকিউরিটি জোন থাকে। সেখানে কড়া নজরদারি থাকে। তারমধ্যে পর পর ২ দিন একই জায়গায় বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বেড়েছে।

   

স্বর্ণমন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিটে চিমনি নামে একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কী ধরনের বিস্ফোরণ এটি তা স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং ফরেন্সিক টিম। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। বম্বস্কোয়াড সেখানে খতিয়ে দেখবে আর কোনও বিস্ফোরক রয়েছে কিনা।

কী ধরনের বিস্ফোরণ, সেটা খতিয়ে দেখা হবে। সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণ ঘটে। তারপরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে স্বর্ণ মন্দির চত্ত্বরে।
কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা রয়েছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। মন্দির চত্ত্বরের এ কাধিক জায়গায় চলছে তল্লাশি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন