Coochbehar: সীমান্তরক্ষীদের সামনেই ‘চোর তৃণমূল’ স্লোগানে বাম মিছিল, টিএমসি ত্যাগে হুড়োহুড়ি

এক পা দূরে বাংলাদেশ। সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে চলেছে সিপিআইএমের (CPIM) মিছিল। সেই মিছিল থেকে স্লোগান ‘চোর তৃণমূল সরকার’। এই মিছিলে সদ্য তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদানকারীরা স্লোগান দিচ্ছেন।

Coochbehar: CPIM's huge rally near India Bangladesh border

এক পা দূরে বাংলাদেশ। সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে চলেছে সিপিআইএমের (CPIM) মিছিল। সেই মিছিল থেকে স্লোগান ‘চোর তৃণমূল সরকার’। এই মিছিলে সদ্য তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদানকারীরা স্লোগান দিচ্ছেন।

এমন ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নিজের জেলা কোচবিহারে (Coochbehar)পঞ্চায়েতে ভোটের আগে শাসক দল তৃণমূল (TMC) ত্যাগের হিড়িক দেখা গেল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এই জেলা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও হেভিওয়েট বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক নির্বাচিত। তেমনই প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল হেভিওয়েট নেতা রবীন্দ্রনাথ ঘোষেরও খাস এলাকা।

Coochbehar: CPIM's huge rally near India Bangladesh border

জেলা সিপিআইএম সূত্রে জানা যাচ্ছে, তুফানগঞ্জের বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালাভূত চরে হয়েছে মিছিল। এই এলাকায় ২০১১ সালের পর থেকে কোনও কর্মসূচি করা যায়নি। পঞ্চায়েত ভোটের আগে পুরো গ্রাম থেকে তৃণমূল ত্যাগ করে বাম শিবিরে যোগদান হয়েছে। সিপিআইএম জেলা কমিটির সম্পাদক অনন্ত রায় জানান, তৃণমূল গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হন বালাভূত অঞ্চলের চর এলাকার দু জন কর্মী। তার প্রতিবাদে হয়েছে মিছিল। তিনি বলেন, সীমান্ত চর বালাভূতে লাল ঝান্ডার মিছিলে ছিল জনস্রোত।

তোর্ষা নদীর একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারতের তুফানগঞ্জ। মাঝে চর বালাভূত। বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড রক্ষীরা ছিলেন নিজ নিজ এলাকার পাহারায়। দুই দেশের সীমান্তরক্ষীদের সামলে দিয়ে অন্তত দু হাজার গ্রামবাসী মিছিল করেন বলে জানিয়েছে কোচবিহার জেলা সিপিআইএম ।