‘আয়রন ম্যান’-এর স্মৃতিতে ঐক্যের অঙ্গীকার: সর্দার প্যাটেলের ১৫০তম জয়ন্তী উদযাপন প্রধানমন্ত্রীর

Sardar Vallabhbhai Patel 150th Birth Anniversary

ভারতের ‘আয়রন ম্যান’ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে শুক্রবার গুজরাটের একতা নগরে জাতীয় সংহতির এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। বিশ্বের সর্বোচ্চ মূর্তি ১৮২ মিটার উঁচু Statue of Unity-র পাদদেশে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় একতা দিবস (National Unity Day)-এর কেন্দ্রীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পালিত এই দিনটি ভারতের ঐক্য, শৃঙ্খলা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হয়ে উঠল।

Advertisements

শুক্রবার সকাল আটটায় নর্মদা জেলার একতা নগরে পৌঁছে সর্দার প্যাটেলের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় একতা দিবস সমারোহ, যেখানে মোদী জাতীয় ঐক্যের শপথ পাঠ করান।

   

এই উপলক্ষে আয়োজিত হয় বিশাল একতা প্যারেড, যেখানে অংশ নেন মহিলা অফিসারদের নেতৃত্বে সজ্জিত পুরস্কারপ্রাপ্ত কন্টিনজেন্ট, পুলিশ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF), এনসিসি (NCC), ব্যান্ড টিম এবং অশ্বারোহী, উট ও কুকুর বাহিনী। সমারোহে ছিল মহিলাদের অস্ত্রচালনা প্রদর্শনী, মার্শাল আর্ট, ডেয়ারডেভিল মোটরসাইকেল স্টান্ট, হাতাহাতি যুদ্ধের প্রদর্শন ও এনসিসি শো। বিভিন্ন রাজ্য ও সশস্ত্র বাহিনীর ঝাঁকি, স্কুল ব্যান্ড ও সংস্কৃতি মন্ত্রকের আয়োজিত সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠানের আকর্ষণ ছিল। সমাপ্তি ঘটে ভারতীয় বায়ুসেনার মনোমুগ্ধকর এয়ার শো দিয়ে।

অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী X (টুইটার)-এ জাতির উদ্দেশে বার্তা দেন:

“ভারত আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানায়। স্বাধীনতার পর ভারতের সংহতি ও ঐক্যের স্থপতি ছিলেন তিনি। জাতির ঐক্য, সুশাসন ও জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা আজও আমাদের প্রেরণা জোগায়। আমরা আজ পুনরায় অঙ্গীকার করছি—একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যাব।”

Advertisements

এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মোদী একতা নগরে সর্দার প্যাটেলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন প্যাটেলের নাতি গৌতম প্যাটেল, তাঁর স্ত্রী নন্দিতা, পুত্র কেদার, পুত্রবধূ রীনা এবং নাতনি করিনা।

এই সাক্ষাতের পরে প্রধানমন্ত্রী লেখেন, “একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের পরিবারের সঙ্গে দেখা করে অত্যন্ত আনন্দ পেয়েছি। ভারতের ঐক্য ও জাতিগঠনে তাঁর অবদান স্মরণ করা আমাদের কর্তব্য।”

সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে এই জাতীয় উদ্‌যাপন আবারও স্মরণ করিয়ে দিল, ভারতের শক্তি তার ঐক্যে, তার বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে সংহতির সুর।