Samajwadi Party: দ্বিগুণের বেশি উত্থানেও জয় অধরা, বিমর্ষ যদুবংশ

এক লাফে দুগুণ লম্বা সমাজবাদীরা। এ যেন বিখ্যাত স্বাস্থ্যকর পানীয়র বহু বিখ্যাত বিজ্ঞাপনী বাক্য ‘দ্যাখো আমি বাড়ছি মাম্মি’কে লজ্জায় ফেলে দিল। একশ শতাংশের বেশি ‘ছালাং’…

Akhilesh Yadav

short-samachar

এক লাফে দুগুণ লম্বা সমাজবাদীরা। এ যেন বিখ্যাত স্বাস্থ্যকর পানীয়র বহু বিখ্যাত বিজ্ঞাপনী বাক্য ‘দ্যাখো আমি বাড়ছি মাম্মি’কে লজ্জায় ফেলে দিল। একশ শতাংশের বেশি ‘ছালাং’ (লাফ) মেরেও লখনউয়ের কুর্সি নাগালে এলো না সমাজবাদী পার্টির। জয়ী বিজেপি।

   

উত্তর প্রদেশের ভোট বিশ্লেষণে আসছে এ রাজ্যে ভোটে দ্বিমুখী। হয় বিজেপি নয় সমাজবাদী পার্টি। একেবারে ‘মাইন্ড সেট গেম’।

Akhilesh Yadav

ভোট লড়াইয়ের ফল জানিয়েছে উত্তর প্রদেশে যেমন কংগ্রেস সমাধিস্থ, তেমনই বাকি আর কোনও শক্তি আসনের নিরিখে নেই। তবে ভোট প্রাপ্তির শতাংশে নিজেদের শক্তি ধরে রাখতে পারছে বহুজন সমাজ পার্টি।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিতর্কিত মন্তব্য আশি-বিশের ভোট নিয়ে কাটাছেঁড়া চলেছে বিস্তর। ফলাফলে দেখা যাচ্ছে বিশ শতাংশ বলে কটাক্ষ করা সংখ্যালঘুদের সিংহ ভাগ চলে গেছে সমাজবাদীদের ঘরে। বাকি আশি ভাগের বড় অংশ বিজেপির ঘরে।

গত বিধানসভা যুদ্ধে যে একতরফা জয় ছিল বিজেপির এবার তা হয়নি। এর ফলে লখনউয়ের বিধানসভা কক্ষে বিভিন্ন ইস্যুতে তুমুল বাধার মুখে পড়বে বিজেপি।

বিরোধী আসন থেকে যাওয়া সমাজবাদী পার্টি দ্বিগুণ লাভদায়ক লাফের এটাই আপাতত পাওনা। যদু কুলপতি প্রবীণ মুলায়ম সিং যাদব, তাঁর ভাই শিবপাল যাদব, কুলতিলক অখিলেশ যাদব বিমর্ষ। সরকারে এ বারও নেই। তবে ক্ষমতা বাড়ল।