পাঞ্জাবে পরাস্ত কংগ্রেস, বড় ধাক্কা মমতার

তিন দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর আসনে বসার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে একাধিক রাজ্যে সংগঠন বিস্তারে মনোনিবেশ করে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপিকে…

তিন দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর আসনে বসার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে একাধিক রাজ্যে সংগঠন বিস্তারে মনোনিবেশ করে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপিকে বড় ধাক্কা দেওয়ার পরে মমতাই হয়ে উঠেছিলেন দেশের বিজেপি বিরোধিতার প্রধান মুখ। কিন্তু সেই ছন্দে যেন পতন ঘটাল পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল।

পাঞ্জাবের ক্ষমতা দখল করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আপ। কেজরিওয়ালের এই কৃতিত্ব নয়া ইতিহাস রচনা করতে চলেছে স্বাধীন ভারতের ইতিহাসে। রাজধানী দিল্লি থেকে যাত্রা শুরু করা আপ দুই দফায় সেখানের বিধানসভার দখল নিয়েছিল। এবার পশ্চিমের রাজ্য পাঞ্জাবের বিধানসভাও গেল আপের দখলে। যা কার্যত নজিরবিহীন। আঞ্চলিক দল হিসেবে নয়া ইতিহাস লিখল আম আদমি পার্টি।

স্বাধীনতার সময়ে দেশের সর্বত্র ছিল কংগ্রেস। সেই ধারা ভাঙতে বেশ সময় লেগেছিল। তারপরে সমতুল জাতীয় দল হিসেবে উঠে আসে বিজেপি এবং সিপিআইএম। কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম ছাড়া কোনও রাজনৈতিক দল একই সময়ে দেশের একাধিক রাজ্যের বিধানসভা দখল করতে পারেনি। সেই জায়গায় আঞ্চলিক দল হিসেবে নতুন ইতিহাস লিখল আম আদমি পার্টি। দিল্লি এবং পাঞ্জাবের বিধানসভা গেল ঝাড়ুর দখলে।

এই কৃতিত্ব মমতার ঝুলিতে নেই। বিভিন্ন সময়ে ত্রিপুরা বা অসমে লড়াই করার চেষ্টা করলেও সাফল্য আসেনি। গোয়া বিধানসভা দখলের বিষয়ে বিশেষ আশাবাদী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোয়ার মাটিতে একটিও আসন পায়নি তৃণমূলের প্রার্থীরা। কিন্তু আম আদমি পার্টি দিল্লির বাইরে একটা গোটা বিধানসভার দখল নিয়েছে।

খুব স্বাভাবিক নিয়ম অনুসারেই আগামী ২০২৪ সালে অবিজেপি জোটের প্রধান মুখ হওয়ার দাবিদার হতে পারেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্ব সেই দাবি তুলবেই। রাজনৈতিক সমীকরণের বড় বদল না হলে যা মেনে নেওয়া ছাড়া কোনও গতি থাকবে না তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার দাবি অনেকটাই ভোঁতা হয়ে গেল পাঞ্জাবের ফলাফলে।