শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বেগে ভারত, জানালেন বিদেশমন্ত্রী

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বলদীয় বৈঠকে ভারত৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে হয় এই বৈঠক৷ বৈঠকে অংশগ্রহণ করে ২৮ টি রাজনৈতিক দলের…

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বলদীয় বৈঠকে ভারত৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে হয় এই বৈঠক৷ বৈঠকে অংশগ্রহণ করে ২৮ টি রাজনৈতিক দলের ৩৮ জন প্রতিনিধি৷ উপস্থিত ছিলেন কেন্দ্রের ৮ মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ তিনি বলেন, শ্রীলঙ্কায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মাথায় রেখেই আজকের বৈঠক ডাকা হয়েছিল। শ্রীলঙ্কা যেভাবে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটে পড়েছে তা নিয়ে ভারত ব্যাপকভাবে চিন্তিত৷ শ্রীলঙ্কা আমাদের কাছের প্রতিবেশী।

তিনি আরও বলেন, শুধুমাত্র শ্রীলঙ্কা নয়, যে কোনও প্রতিবেশী দেশ সমস্যায় পড়লে তা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারত।

সংসদ অধিবেশন শুরুর আগেই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আবেদন ছিল তামিলনাড়ুর দুই দল ডিএমকে এবং এআইডিএমকের। সেজন্যই এই আলোচনা।

শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে চুপ থেকেছে ভারত। গত সপ্তাহেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত সর্বদা শ্রীলঙ্কার মানুষের সঙ্গে রয়েছে। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান, এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বেছে নিতে চাইছেন।

এই মুহুর্তে শ্রীলঙ্কায় মানুষের আন্দোলনের দিন সংখ্যা ১০০ দিন পার করেছে। গত গত সপ্তাহেই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি ভবন দখল নিতেই দেশ ছাড়েন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। তাঁর জন্যই শ্রীলঙ্কাকে এধরনের চরম সংকটে পড়তে হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। রাজাপক্ষের ইস্তফার পরেই নিয়ম মেনেই সেই পদে বসেছেন প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিঙ্ঘে।