HomeBharatএই রাজ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে চলেছে RSS? মুখ্যমন্ত্রী দিলেন কড়া বার্তা!

এই রাজ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে চলেছে RSS? মুখ্যমন্ত্রী দিলেন কড়া বার্তা!

- Advertisement -

বেঙ্গালুরু: স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান, দফতর প্রাঙ্গন বা কোনও পাবলিক স্পেসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে উত্তাল কর্ণাটকের রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে (Siddaramaiah) চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খারগে।

সংঘের কার্যক্রমে যেন সাধারণ মানুষের কোনোরকম অসুবিধা না হয় তা নিশ্চিত করতে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন সিদ্দারামাইয়া। তামিলনাড়ুর পথেই এবার কর্ণাটকও হাঁটতে চলেছে বলে শুরু হয়েছে জল্পনা। সিদ্দারামাইয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির মূল সংগঠন আরএসএস-এর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, পাবলিক মাঠ এবং রাজ্যের অন্যান্য জমিতে সভা সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

   

হুমকি ফোন পাচ্ছেন প্রিয়াঙ্ক খারগে

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের পুত্র প্রিয়াঙ্ক খারগে (Priyank Kharge) বলেন, আর এস এসের কার্যক্রম নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পর থেকেই হুমকি ফোন পাচ্ছেন তিনি। এক্সে তাঁকে গালিগালাজ এবং হুমকি দেওয়া একটি কল রেকর্ডিং-এর ভিডিও পোস্ট করেছেন কংগ্রেস মন্ত্রী। তিনি জানান যে তাঁর লড়াই কোনও বিশেষ ব্যক্তির বিরুদ্ধে নয় বরং, “আরএসএস প্রচারিত বিষাক্ত মানসিকতার” বিরুদ্ধে।

আরও একটি পোস্টে তিনি বলেন, “গত দুই দিন ধরে আমার ফোন ক্রমাগত বেজেই যাচ্ছে। হুমকি, ভয় দেখানো এবং আমাকে এবং আমার পরিবারকে নিশানা করে কু-কথা, গালিগালাজে ভরা কল এসে যাচ্ছে। কারণ আমি সরকারি স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে আরএসএসের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছি। কিন্তু আমি বিচলিত বা অবাক হইনি। যখন আরএসএস (RSS) মহাত্মা গান্ধী বা বাবাসাহেব আম্বেদকরকে রেহাই দেয়নি, তখন তারা আমাকে কেন রেহাই দেবে?”

প্রিয়াঙ্ক খারগের চিঠির পরেই নির্দেশ

কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে সিদ্দারামাইয়াকে চিঠি দিয়ে সরকারি স্কুল, কলেজ এবং রাষ্ট্রায়ত্ত মন্দিরে আরএসএসের কার্যকলাপ নিষিদ্ধ করার আহ্বান জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়। তিনি সংঘের বিরুদ্ধে “তরুণ মনকে মগজ ধোলাই” এবং “সংবিধান বিরোধী” প্রচার চালানোর অভিযোগ তোলেন।

কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী প্রিয়াঙ্ক খারগে মুখ্যমন্ত্রীর কাছে তামিলনাড়ুর মতোই সংঘের কার্যক্রমের উপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছিলেন। খাড়গে-র চিঠির পর, সিদ্দারামাইয়া মুখ্য সচিবকে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেন। সিদ্দারামাইয়া বলেন, “আরএসএস (RSS) তাদের কার্যকলাপের জন্য সরকারি স্থান ব্যবহার করছে। তামিলনাড়ুতে যেমন আরেসেসের (সরকারি/জনসাধারণের স্থানের কার্যক্রম) নিষিদ্ধ করা হয়েছে, এখানেও তা নিষিদ্ধ করা উচিত।”

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular