Telengana Rape Case: অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে ‘খুন’ করেছিল পুলিশ

২০১৯ সালে তেলেঙ্গানায় এক পশু চিকিৎসককে অপহরণ ও গণ ধর্ষণের অভিযোগ ওঠে। নির্ভয়ার ঘটনার পর এই ঘটনাও গোটা দেশবাসীকে শিহরিত করে তুলেছিল। সেসময়ে এই ঘটনায়…

Telengana Rape Case: অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে 'খুন' করেছিল পুলিশ

২০১৯ সালে তেলেঙ্গানায় এক পশু চিকিৎসককে অপহরণ ও গণ ধর্ষণের অভিযোগ ওঠে। নির্ভয়ার ঘটনার পর এই ঘটনাও গোটা দেশবাসীকে শিহরিত করে তুলেছিল। সেসময়ে এই ঘটনায় অভিযুক্ত ৪ যুবককে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুলিশ এনকাউন্টার করে বলে অভিযোগ ওঠে। এবার এই নিয়ে প্রকাশ্যে এল নতুন তথ্য।

সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি কমিশন শুক্রবার জানিয়েছে যে ওই ৪ অভিযুক্তকে ইচ্ছাকৃতভাবে তাদের খুনের উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল। শুধু তাই নয়, চারজনের মধ্যে তিনজনই নাবালক ছিল, হায়দরাবাদ পুলিশের আচরণের অভিশপ্ত বলে জানিয়েছে কমিশন ।

যদিও পুলিশের দাবি, ওই তিন জনের বয়স ২০ বছর। কমিশন এই মামলার তদন্তে স্পষ্ট ত্রুটিগুলিও উল্লেখ করেছে এবং ১০ জন পুলিশ কর্মী অভিযুক্তদের এনকাউন্টারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হয়েছিল।

কমিশন তাঁদের রিপোর্টে জানিয়েছে, “আমরা মনে করি, সংশ্লিষ্ট সময়ে জোলু শিব, জোলু নবীন ও চিন্তকুন্ত চেন্নাকেশভুলু অপ্রাপ্তবয়স্ক ছিলেন।”

Advertisements

২০১৯ সালের নভেম্বরে এক পশু চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার ঘটনায় মোহাম্মদ আরিফ, চিন্তকুন্ত চেন্নাকেশভুলু, জোলু শিবা এবং জোলু নবীন নামে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

হায়দরাবাদের কাছে এনএইচ-৪৪-এ চার অভিযুক্তকে গুলি করে হত্যা করা হয়েছিল । এই একই হাইওয়েতে ২৭ বছর বয়সী এক পশুচিকিৎকের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছিল পুলিশ।