UN Mission Services 2022-24: ইতিহাসে প্রথম বিদেশের মাটি কাঁপাতে যাবেন রেকর্ড সংখ্যক ভারতীয় মহিলা পুলিশ অফিসার

বিদেশের মাটিতেও বীরত্বের ছাপ রাখতে প্রস্তুত ভারতীয় মেয়েরা (UN Mission Services 2022-24)। ইতিহাসে এই প্রথম এতো সংখ্যক মহিলা পুলিশ অফিসারকে পাঠানো হচ্ছে বিদেশে। টিমের মোট…

UN Mission Services 2022-24: ইতিহাসে প্রথম বিদেশের মাটি কাঁপাতে যাবেন রেকর্ড সংখ্যক ভারতীয় মহিলা পুলিশ অফিসার

বিদেশের মাটিতেও বীরত্বের ছাপ রাখতে প্রস্তুত ভারতীয় মেয়েরা (UN Mission Services 2022-24)। ইতিহাসে এই প্রথম এতো সংখ্যক মহিলা পুলিশ অফিসারকে পাঠানো হচ্ছে বিদেশে। টিমের মোট সদস্যের মধ্যে মহিলা পুলিশ অফিসার ২৫ শতাংশ। 

জাতিসংঘ মিশন সার্ভিসেস ২০২২-২৪ বা জাতিসংঘের সিলেকশন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড অ্যাসেসমেন্ট টিম (UNSAAT) -এর জন্য তালিকাভুক্ত ৬৯ সদস্যের প্যানেলে ২৫ শতাংশেরও বেশি মহিলা পুলিশ কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে। খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। পাঁচটি দেশে পাঠানো হবে তাঁদের। যার মধ্যে অন্যতম সাইপ্রাস, দক্ষিণ সুদান এবং মালি । ভারতীয় মিশনে ৬৯ জন সদস্যের মধ্যে প্রতিটির সর্বাধিক মোতায়েনের মেয়াদ এক বছর বলে সূত্রের খবর। 

   

এর আগে বিভিন্ন পুলিশ বাহিনীর ২৬৪ জন সদস্যকে ইউএনএসএটি-র জন্য মনোনীত করা হয়েছিল। জাতিসংঘের অনুরোধের পরে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি ১৫০ সদস্যের পৃথক দল ঘোষণা করা হয়। ১৫০ জন মনোনীত প্রার্থীর মধ্যে, ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে পরিচালিত অ্যাসেসমেন্ট অফ মিশন (SAAT) এর জন্য মাত্র ১২৭ জন রিপোর্ট করা হয়েছিল। ১২৭ জন সদস্যের মধ্যে দুইজনকে আবার অযোগ্য ঘোষণা করা হয়েছিল। একজন কোভিডের কারণে এবং অন্যজন আটকে গিয়েছিলেন নথিপত্রের কারণে। 

সংবাদ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৬৯ জন যোগ্য পুলিশ কর্মকর্তাকে নিজেদের প্রমাণ করার জন্য বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল । যার মধ্যে রয়েছে যানবাহন পরিচালনা, ড্রাইভিং, কম্পিউটার দক্ষতা, অস্ত্র চালনা ইত্যাদি।

এই ৬৯ জন পুলিশ অফিসার অন্ধ্র প্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তেলঙ্গানা, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম রাইফেলস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CIFF), সশস্ত্র সীমা বল (SSB), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), রেলওয়ে পুলিশ ফোর্স (RPF), জাতীয় তদন্তকারী সংস্থা (NIA), ইন্টেলিজেন্স ব্যুরো এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)- এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে।