রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

RBI

দেশের আর্থিক বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি নির্ধারক কমিটির এক বৈঠক হয়। ওই বৈঠকের পরই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস রেপো এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার কথা জানান।

Advertisements

আরবিআই গভর্নর এদিন ঘোষণা করেন, রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ অর্থাৎ অপরিবর্তিতই থাকছে। ২০২০ সালের মে মাস থেকে রেপো এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রয়েছে। শক্তিকান্ত জানান, আরবিআই দেশের আর্থিক বিকাশে যথাসাধ্য সাহায্য করতে চায়। সে কারণেই রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বা আর্থিক নীতি নির্ধারক কমিটি জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপির হার হতে পারে ৭.৮ শতাংশ। এই অর্থবর্ষে সব ধরনের ভোগ্য পণ্যের দাম ৪.৫ শতাংশ হারে বাড়তে পারে।

   

ওই কমিটি আরও জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের বিকাশের হবে ৭.২ শতাংশ। দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে বিকাশের হার হবে যথাক্রমে ৭, ৪.৩ ও ৪.৫ শতাংশ। আরবিআইয়ের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, গোটা বিশ্ব জুড়েই মুদ্রাস্ফীতি বাড়ছে। এ দেশেও তার ঢেউ এসে পৌছবে এটা নিশ্চিত। সেজন্যই সুদের হার কম রাখা হয়েছে। সুদের হার কম থাকায় ব্যবসার প্রয়োজনে ঋণ পাওয়া অনেক সহজ হবে। ফলে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে বাড়বে জিডিপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements