Ram Navami Ayodhya 2024: সূর্যাভিষেক সম্পন্ন, রামলালার কপালে আঁকা হল সূর্য তিলক

রামলালার (Ram Navami Ayodhya 2024) কপালে আঁকা হল সূর্য তিলক। আজ, বুধবার বেলা ১২টায় এই অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলেন কোটি কোটি দেশবাসী। সূর্য তিলকের ভিডিয়ো…

Ram-lala

রামলালার (Ram Navami Ayodhya 2024) কপালে আঁকা হল সূর্য তিলক। আজ, বুধবার বেলা ১২টায় এই অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলেন কোটি কোটি দেশবাসী। সূর্য তিলকের ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন।

সূর্য তিলক আঁকার বিষয়টি সফল করতে বিরাট বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। আরইআইটি রুরকির বিজ্ঞানীদের তত্ত্বাবধানে গোটা বিষয়টি সম্পন্ন হয়েছে। এছাড়াও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এতে সাহায্য করেছেন। 

৫০০ বছর পর নিজের জন্মভূমিতে ফিরেছেন রামলালা। আর তার ঘরে ফেরার পর এটাই প্রথম রাম নবমী। সেই কারণে গত কয়েক দিন ধরে অযোধ্যায় সাজো সাজো রব। রামলালাকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সেখানে। সূর্য তিলক ঘিরে তাঁদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

সূর্য তিলক দেখে আপ্লুত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মহান রাম মন্দিরে রামলালার অভিষেক হওয়ার পর এটিই প্রথম রাম নবমী, যেখানে ভগবান শ্রী রামের সূর্য তিলকের অতিপ্রাকৃত সুযোগও এসেছে। আমি সারা বিশ্বের রাম ভক্তদের এই বিস্ময়কর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য অনুরোধ করছি।

এদিন ভোর ৩টে নাগাদ রাম মন্দিরের দরজা খোলা হয়। তারপর দুধ দিয়ে রামলালার অভিষেক সম্পন্ন হয়, রামলালাকে সাদা ধুতি পরিয়ে তাঁকে দুধ দিয়ে স্নান করানো হয়। মন্দিরে উপস্থিত থাকা পুরোহিতরা একসঙ্গে মন্ত্র উচ্চারণ করেন।

আজ রাত পর্যন্ত রামলালাকে দর্শন করা যাবে। মাঝে চারবার ভগবান রামকে ভোগ নিবেদনের সময় পাঁচ মিনিট করে মন্দির বন্ধ রাখা হবে। রামলালাকে এদিন ৫৬টি ভোগ নিবেদন করা হবে। মন্দির ট্রাস্ট জানিয়েছে, রাত ১১টা পর্যন্ত দর্শন চলবে। তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।