Dubai:জলে থইথই দুবাই, অকাল বর্ষণে মরু শহর যেন সমুদ্র

মাত্র একদিনের বৃষ্টিতে মরু শহর দুবাই যেন সমুদ্র! অকাল বর্ষণে দুবাই শহরকে এখন চেনা দায়! মঙ্গলবার দুবাই শহরে প্রায় ৮০মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।…

dubai

মাত্র একদিনের বৃষ্টিতে মরু শহর দুবাই যেন সমুদ্র! অকাল বর্ষণে দুবাই শহরকে এখন চেনা দায়! মঙ্গলবার দুবাই শহরে প্রায় ৮০মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এমনিতে দুবাই শহরে গড়ে এক বছরে ১০০ মিলিলিটার বৃষ্টি হয়, সেখানে এক দিনেই বৃষ্টি হয়েছে ৮০ মিলিলিটার। গত ৭৫ বছরের ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমিরশাহি সরকার।

   

মেট্রো স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর- সমস্ত কিছুই জলের নীচে। হঠাৎ বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে দুবাইয়ের জীবনযাত্রা। আপাতত দুবাই প্রশাসন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। রাস্তাঘাটেরও একই অবস্থা। দামী গাড়িকে জলের নীচে ডুবে থাকতে দেখা যায়। হঠাৎ জল জমায় হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। খারাপ আবহাওয়া ও জল জমার কারণে একাধিক বিমান বাতিল ও রুট বদল করতে হয়। দুবাই মলও জলের নীচে চলে যায়। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বুধবারও দুবাইয়ে পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ নেই। স্কুল-কলেজ আপাতত বন্ধ।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, দুবাইয়ের পড়শি দেশ ওমানে এমনিতেই প্রবল ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে হঠাৎ কেন এমন বৃষ্টি? এর জন্য যদিও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাঁদের।