Ram Mandir: রাম নাম জপনা, পরায়া মাল আপনা বলে মোদীকে নিশানা কংগ্রেসের

রাত পোহালেই অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। তা নিয়ে রাজনীতি চরমে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।…

PM Modi appeal people to celebrate Diwali on January 22

রাত পোহালেই অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। তা নিয়ে রাজনীতি চরমে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। বলেন বিজেপির নীতি হল “রাম নাম জপনা, পারায়া মাল আপনানা” (রামের নাম নেওয়া এবং অন্যের সম্পত্তি নেওয়া)।

এদিন কংগ্রেস নেতা রামমন্দির প্রসঙ্গে বলেন, ভগবানের নামে মানুষকে লুট করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বিজেপির আগে এদেশে কি কখনও রামভক্ত ছিল না? তিনি আরও বলেন, বিজেপি তাদের রাজনীতির মাধ্যমে দেশের ঐক্যকে ধ্বংস করছে।

অসমের কালিয়াবরে ভারত জোড়া ন্যায় যাত্রায় এক সমাবেশ থেকে তিনি আবার প্রশ্ন তোলেন, আগে কি কোনো মন্দির তৈরি হয়নি? পাশাপাশি তিনি জানান, আমি নিজেই একটি বড় বুদ্ধ মন্দির তৈরি করেছি। বুদ্ধ হলেন বিষ্ণুর নবম অবতার। যে কোনো অবতারের পূজা করুন। আমাদের নিজেদের মধ্যেও রামভক্ত আছে। প্রত্যেকেরই আলাদা আলাদা ভক্তিবোধ থাকতে পারে। মানুষ খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম বা হিন্দু হতে পারে, আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। কিন্তু বিজেপি সেই ঐক্য নষ্ট করছে।

এদিকে রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে রবিবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধীকে ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট বদল করার আবেদন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার অসমের মরিগাঁও, জাগিরোজ এবং নেলি এলাকার উপর দিয়ে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাওয়ার কথা রয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিন এই রুট দিয়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে, এই এলাকাগুলি ‘সংবেদনশীল এবং সংখ্যালঘু অধ্যুষিত’।