India Budget: সময়ের সঙ্গে সঙ্গে বাজেট ঘিরে বিবর্তন

India Budget: ১৮৬০ সালের ৭ এপ্রিল ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল , যখন ভারত ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। এটি চালু করেছিলেন ভারতের…

India Budget Evolution

India Budget: ১৮৬০ সালের ৭ এপ্রিল ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল , যখন ভারত ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। এটি চালু করেছিলেন ভারতের তৎকালীন অর্থমন্ত্রী জেমস উইলসন। ১৯৪৭ সালের ২৬নভেম্বর স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর.কে. শনমুখম চেট্টি ৷ চেট্টি ভারতের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে দায়িত্ব পান জন মাথাই , এবং তিনি ১৯৪৯-৫০ এবং ১৯৫০-৫১ সালের পরবর্তী কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন । আর ১৯৪৯-৫০ সালের বাজেট ছিল একটি যুক্ত ভারতের জন্য বাজেট প্রণয়নের প্রথম দৃষ্টান্ত , যার মধ্যে সমস্ত রাজ্য ছিল।

কেন্দ্রীয় বাজেটের নথিপত্রকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হয় , যেহেতু সরকারের এই তথ্য কোনও কারণে ফাঁস হলে বিপর্যয়কর প্রভাব পড়তে পারে । তাই নথিগুলি ঘিরে বিশেষ গোপনীয়তা রাখা হয়ে থাকে ৷ ১৯৫০সাল পর্যন্ত , সমস্ত গুরুত্বপূর্ণ বাজেট সংক্রান্ত নথিপত্রগুলি রাষ্ট্রপতি ভবন চত্বরে ছাপা হত । যাইহোক , একটি আসন্ন তথ্য ফাঁসের কারণে সরকারকে তা মিন্টো রোডে একটি সরকারী-চালিত প্রেসে স্থানান্তর করা হয় এবং সেই ব্যবস্থা ১৯৮০ সাল পর্যন্ত চলেছিল ৷ ১৯৮০সালের পরে , নর্থ ব্লকের একটি বেসমেন্টে বাজেট পেপার মুদ্রণ শুরু করা হয়, অর্থাৎ যেখানে অর্থ মন্ত্রক অবস্থিত ।

   

১৯৪৭ সাল থেকে, মোট ৭৫টি বার্ষিক বাজেট, ১৪টি অন্তর্বর্তী বাজেট এবং চারটি বিশেষ বাজেট বা মিনি-বাজেট রয়েছে । ১৯৯৯ সাল পর্যন্ত , ফেব্রুয়ারী মাসের শেষ কাজের দিনে বিকাল ৫.০০ টায় কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হত । এই প্রথাটি ঔপনিবেশিক যুগ থেকে উত্তরাধিকারসূত্রে চলে আসছিল । কারণ স্থানীয় সময় বিকাল ৫টায় ভারতীয় বাজেট পেশ করলে সেটা ব্রিটিশ পার্লামেন্টের পক্ষে সুবিধাজনক সময়ে ভারতীয় বাজেট পেশ হত ৷ বাজেট পেশের এই পরিবর্তন ঘটে ছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে এনডিএ সরকারের ( ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ) আমলে ৷ ভারতের তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, এতদিনের ঐতিহ্য ভেঙ্গে প্রথম অর্থমন্ত্রী হিসেবে দুপুর ১১টায় কেন্দ্রীয় বাজেট ঘোষণা করে এই রীতির পরিবর্তন ঘটিয়েছিলেন ।

সময়ের বিবর্তনে বদলে গিয়েছে বাজেটের দিনক্ষণ ৷ বাজেট ঘোষণার তারিখ ২০১৬ সাল পর্যন্ত ছিল ফেব্রুয়ারী মাসের শেষ কাজের দিনটি ৷ কেন্দ্রীয় বাজেট পেশ করার ঔপনিবেশিক যুগের ঐতিহ্য থেকে বিদায় নিতে চেয়ে নরেন্দ্র মোদীর এনডিএ সরকারে ( ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ) সেটা পরিবর্তন করে ১ফেব্রুয়ারি করে দেন ৷ ফলে ২০১৭সালে তৎকালীন অর্থমন্ত্রী ( ভারত ) অরুণ জেটলি ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন ৷ এর পাশাপাশি ওই বছর থেকে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দিয়ে সাধারণ বাজেট পেশ করা শুরু হয় ৷ ফলে ৯২ বছরের ধরে আলাদাভাবে রেল বাজেট , পেশ করা হলেও ২০১৬ সালের পর আর আলাদা করে আর রেল বাজেট পেশ করা হয়নি ৷

২০১৮ সাল পর্যন্ত, ঐতিহ্যের অংশ হিসাবে, অর্থমন্ত্রীরা একটি চামড়ার ব্রিফকেসে করে বাজেট নিয়ে আসতেন । সেই প্রথার পরিবর্তন আনা হল ২০১৯সালে ৷ ফলে ২০১৯ সালের ৫ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লাল কাপড়ে মোড়া একটি বাজেটের বই-খাতা নিয়ে এসে তা সংসদে পেশ করেন । পরবর্তী কালে বাজেট পেশের ক্ষেত্রে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আর এক ধাপ পরিবর্তন ঘটে গেল করোনা মহামারীর কারণে ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথম কাগজবিহীন বাজেট পেশ করেন । এই পদক্ষেপের সঙ্গে, ‘ বই খাতা ‘ ( লাল কাপড়ে মোড়ানো একটি খাতা ) কে সম্পূর্ণরূপে অপসারণ করা হল ।