Lata Mangeshkar: লতা স্মরণে সংসদে নীরবতা পালন

রবিবার কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যু হয়েছে। সুর সম্রাজ্ঞীর রহেন আকস্মিক প্রয়াণের জেরে শোকে ডুবেছে দেশ। এদিকে সোমবার এই কিংবদন্তী শিল্পীর প্রতি শ্রদ্ধা…

রবিবার কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যু হয়েছে। সুর সম্রাজ্ঞীর রহেন আকস্মিক প্রয়াণের জেরে শোকে ডুবেছে দেশ। এদিকে সোমবার এই কিংবদন্তী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যসভার (Rajyasabha) সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন ।

এ বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপ রাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু (Venkaiya Naidu) বলেন, ‘লতাজির প্রয়াণে, দেশ একজন কিংবদন্তী প্লেব্যাক গায়িকা, একজন সহানুভূতিশীল মানুষ এবং ভারতীয় সংগীত ও চলচ্চিত্র শিল্পের জগতে একজন মহান ব্যক্তিত্বকে হারাল। তার প্রয়াণে একটি যুগের সমাপ্তি ঘটেছে এবং সঙ্গীতের জগতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে’।

প্রসঙ্গত, রবিবার শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির তরফেও।এদিন ফুল দিয়ে লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানান সচিন, শাহরুখেরা। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। কোভিড-১৯ ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় এই মেগাস্টারকে। কোভিড থেকে সেরে উঠলেও শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর গায়িকাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।