ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ২২ থেকে ২৩ সেপ্টেম্বর মরক্কোর সরকারি সফরে যাচ্ছেন। মরক্কোর জাতীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী ডেলিগেট আবদেলতিফ লৌদিয়ির আমন্ত্রণে এই সফর হতে চলেছে। উল্লেখযোগ্যভাবে, এটাই প্রথমবার কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মরক্কো সফর, যা দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে পারে।
টাটা হুইলড আর্মার্ড প্ল্যাটফর্মের উদ্বোধন
সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে মরক্কোর বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমস ম্যারোক-এর নতুন কারখানার উদ্বোধন। এখানে তৈরি হবে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম (WhAP) 8×8— ভারতের দেশীয় সামরিক প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আফ্রিকার মাটিতে এটিই ভারতের প্রথম প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র, যা মোদী সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগকে বৈশ্বিক মাত্রা দিতে চলেছে।
দ্বিপাক্ষিক বৈঠক ও সহযোগিতা
রাবাতে মরক্কোর প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিং। প্রতিরক্ষা ও কৌশলগত খাতে সহযোগিতা ছাড়াও আলোচনায় থাকবে প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তরের প্রসঙ্গ। সফরকালে তিনি মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজজুরের সঙ্গেও দেখা করবেন, যাতে দুই দেশের শিল্প সহযোগিতার নতুন দিগন্ত খুলতে পারে। এছাড়া, মরক্কো-নিবাসী ভারতীয় সম্প্রদায়ের সাথেও তিনি মতবিনিময় করবেন।
সমঝোতা স্মারক ও ভবিষ্যৎ দিশা
সফরে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সামরিক প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং শিল্পক্ষেত্রে যৌথ উদ্যোগের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নৌসেনার জাহাজ নিয়মিতভাবে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে সফর করেছে। নতুন চুক্তি সেই নৌ-সহযোগিতাকেও আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের বৈঠকের পর থেকেই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। রাজনাথ সিংয়ের এই সফর সেই সম্পর্ককে কেবল কূটনৈতিক নয়, প্রতিরক্ষাতেও নতুন উচ্চতায় নিয়ে যাবে— এমনটাই মত কূটনৈতিক মহলের।