রাজনাথের সভায় চাকরির দাবিতে স্লোগান কর্ম প্রার্থীদের, অস্বস্তিতে প্রতিরক্ষামন্ত্রী

চতুর্থ দফার ভোট গ্রহণের আগে শনিবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করতে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঞ্চে বেশ কিছুক্ষণ বসে ছিলেন রাজনাথ।…

চতুর্থ দফার ভোট গ্রহণের আগে শনিবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করতে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঞ্চে বেশ কিছুক্ষণ বসে ছিলেন রাজনাথ। এলাকার স্থানীয় নেতাদের বক্তৃতার পর তিনি যখন বক্তৃতা শুরু করতে চলেছেন সেসময়ই সভামঞ্চের বাইরে থেকে বেশ কিছু যুবক স্লোগান দিতে শুরু করে।

ওই যুবকদের স্লোগান ছিল, আমাদের চাকরি দিতে হবে। সেনাবাহিনীতে নিয়োগ কেন বন্ধ? কর্মসংস্থানের সুযোগ দিতে অবিলম্বে সেনাবাহিনীতে নিয়োগ চালু করতে হবে। কর্মপ্রার্থীদের এই স্লোগানে রক্তচাপ বেড়ে যায় রাজনাথের। দৃশ্যতই তিনি অস্বস্তিবোধ করেন।  স্থানীয় নেতাদের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চান। এরপরই তিনি ওই যুবকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য জানান।

রাজনাথ বলেন, করোনাজনিত কারণে গত দু’বছর সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ আছে। করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসছে। খুব শীঘ্রই সেনাবাহিনীতে নিয়োগ শুরু হবে। দুশ্চিন্তার কিছু নেই। দেশের যুব সম্প্রদায়কে অবশ্যই সেনাবাহিনীতে জায়গা করে দেওয়া হবে। তারা অবশ্যই দেশ সেবা করার সুযোগ পাবেন।

রাজনাথ আরও বলেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সম্প্রদায়ের চিন্তাভাবনাকে সর্বদাই সম্মান দিয়ে থাকে। সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েই তাদের কথা ভাবছে। চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই সেনাবাহিনীতে নিয়োগ শুরু হবে। রাজনাথের এই আশ্বাসের পর ওই কর্ম প্রার্থীরা কিছুটা শান্ত হয়।

এরপরই সভায় বক্তৃতা শুরু করেন রাজনাথ। যদিও রাজনৈতিক মহল মনে করছে, যেভাবে উত্তরপ্রদেশের কর্মহীন তরুণ সম্প্রদায় বিজেপির বিরোধিতা করছে তাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে গেরুয়া দলকে বিপাকে পড়তে হবে।