নীতীশের নৈশভোজে পিকে, জেডিইউতেই ফিরছেন ভোট কুশলী, জল্পনা

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিনের। তবে মাঝখানে নীতীশ কুমার ও প্রশান্ত কিশোরের মধ্যে ব্যবধান কিছুটা বেড়েছিল। সেই ব্যবধান ঘুচিয়ে ফের কাছাকাছি এলে নীতীশ…

Prashant Kishor

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিনের। তবে মাঝখানে নীতীশ কুমার ও প্রশান্ত কিশোরের মধ্যে ব্যবধান কিছুটা বেড়েছিল। সেই ব্যবধান ঘুচিয়ে ফের কাছাকাছি এলে নীতীশ ও পিকে। শুক্রবার দিল্লিতে নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজ করতে দেখা গেল প্রশান্ত কিশোরকে।

নীতিশের সঙ্গে পিকেকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভোট কুশলী কি ফের রাজনীতিতে ফিরছেন? কিছুদিন আগেই জল্পনা ছড়িয়ে ছিল পিকে কংগ্রেসে যোগ দিচ্ছেন। যদিও শেষ পর্যন্ত সেই জল্পনা বাস্তবায়িত হয়নি। কংগ্রেসে ঠাঁই না পেয়ে শেষ পর্যন্ত কি পিকে নিজের পুরনো দল জেডিইউতেই ফিরতে চলেছেন, এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সম্প্রতি দিল্লিতে নীতীশের ডাকা নৈশভোজে উপস্থিত ছিলেন প্রশান্ত। দুইজনের এই সাক্ষাৎ নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও পোড়খাওয়া দু’জনেই জানিয়েছেন, এই বৈঠক ছিল নিতান্তই সৌজন্যমূলক। নীতীশ বলেছেন, প্রশান্তর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। প্রশান্ত তাঁর শুভাকাঙ্ক্ষী। সেজন্যই তাঁরা একসঙ্গে নৈশভোজ করেছেন। এর পিছনে কোনও রাজনৈতিক কারণ খোঁজার প্রয়োজন নেই। অন্যদিকে প্রশান্ত বলেছেন, রাজনৈতিকভাবে তাঁরা দুইজন দুই মেরুর বাসিন্দা।

কিছুদিন আগে নীতীশ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম। তখনই নীতীশ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঘটনাচক্রে শুক্রবারে আমি সেই আমন্ত্রণ রক্ষা করি। এর বেশি কিছু নয়।
২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল চূড়ান্ত করার দায়িত্ব ছিল পিকের কাঁধে। তৃণমূলকে নিজের মস্তিষ্কপ্রসূত দক্ষতায় বিধানসভা নির্বাচনে সাফল্যের সঙ্গে উত্তর দিয়েছেন তিনি। কিন্তু তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে পিকের। তাই তৃণমূল কংগ্রেস তাঁর আর কোনও ভবিষ্যত নেই। অন্যদিকে কংগ্রেস তাঁকে কার্যত খালি হাতে ফিরিয়ে দিয়েছে। বিজেপিতে তিনি যাবেন না এমনটাই খবর। তাই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বলতে পড়ে থাকে পিকের পুরনো দল জেডিইউ। দলে ফিরতে হলে তাকে জেডিইউ প্রধান নীতীশের সঙ্গেই কথা বলতে হবে। আর রাজধানী দিল্লির নৈশভোজে সেই কাজটাই শুরু করেলেন পিকে।