অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘থালাইভা’, কেমন আছেন অভিনেতা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত দক্ষিণী অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। জানা গিয়েছে, ৭৩ বছর বয়সী অভিনেতা সোমবার গভীর রাতে প্রচণ্ড পেটে ব্যাথা নিয়ে চেন্নাইয়ের…

Rajnikanth-admitted-to-hospital

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত দক্ষিণী অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। জানা গিয়েছে, ৭৩ বছর বয়সী অভিনেতা সোমবার গভীর রাতে প্রচণ্ড পেটে ব্যাথা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতীশীল। সূত্রের খবর, গতকাল রাতেই পেটে ব্যথা নিয়ে রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে হতাশার কোনও কারণ নেই৷ আগের থেকে কিছুটা হলেও সুস্থ রয়েছেন তিনি৷ থালাইভার স্ত্রী জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই৷ আপাতত সুস্থ রয়েছে তিনি৷ তবে শরীর সংক্রান্ত বেশ কিছু পরীক্ষার জন্য তাঁকে এখন হাসপাতালে ভর্তি থাকতে হবে৷ আজ মঙ্গলবার শারীরিক বেশ কিছু পরীক্ষা হওয়ার কথা রয়েছে তাঁর৷ 

   

অন্যদিকে সকলের প্রিয় অভিনেতা রজনীকান্তের পরবর্তী ছবি ১০ অক্টোবর, ২০২৪-এ মুক্তি পেতে চলেছে ৷ টি জে জ্ঞানভেলের বেত্তাইয়ান। পাশপাশি সকল ভক্তই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগীই৷