উপহার সিনেমা হলের অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ বছরের কারাদণ্ড হল মালিকের

News Desk: অবশেষে দিল্লির উপহার সিনেমা (Upahar) হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হলের দুই মালিকের সাজা ঘোষণা করল পাতিয়ালা হাউস কোট। এই মামলায় দোষী সাব্যস্ত দুই…

Upahar cinema hall fire

News Desk: অবশেষে দিল্লির উপহার সিনেমা (Upahar) হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হলের দুই মালিকের সাজা ঘোষণা করল পাতিয়ালা হাউস কোট। এই মামলায় দোষী সাব্যস্ত দুই হল মালিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে দোষী সাব্যস্ত গোপাল আনসল (Gopal Ansel) এবং সুশীল আনসল (Sushil Ansel)এই দু’জনের প্রত্যেককে ২ কোটি ২৫ লাখ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। উপহার হলে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত গোপাল ও সুশীল সম্পর্কে দুই ভাই।

উল্লেখ্য, প্রায় ২৩ বছর আগে ১৯৯৭ সালের ১৩ জুন দিল্লির উপহার সিনেমা হলে বিধ্বংসী আগুন লেগেছিল। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় হলের ভিতরেই ৫৯ জনের মৃত্যু হয়েছিল জখম হয়েছিলেন শতাধিক দর্শক। রাজধানীর অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে।

অভিযোগ ওঠে, ওই সিনেমা হলে আগুন নেভানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বেশি সংখ্যক দর্শকের বসার ব্যবস্থা করে দিতে হল থেকে বের হওয়ার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। সে কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হয়েছিল। ওই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে।

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তদন্তে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হন দিল্লির (Delhi) রিয়েল এস্টেট ব্যবসায়ী আনসল ভাইয়েরা। প্রায় ২৩ বছর মামলা চলার পর এদিন উপহারের মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল। উল্লেখ্য এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই দু’বছর জেলে কাটিয়েছেন আনসল ভাইয়েরা। পরবর্তী ক্ষেত্রে দুই ভাই প্রায় ৬০ কোটি টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন। জরিমানার টাকাতেই দিল্লিতে তৈরি হয়েছে ট্রমা কেয়ার সেন্টার। উপহার হলে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা চলাকালীন দুই অভিযুক্তের মৃত্যু হয়। এই দুই অভিযুক্ত হলেন হরস্বরূপ পনোয়ার এবং ধরমবীর মালহোত্রা।