কেন্দ্রের বাজেট (Union Budget 2022) নিয়ে এবার আসরে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি টুইট করে লেখেন, ‘যারা বেকারত্ব ও মুদ্রাস্ফীতির জন্য জর্জরিত তাঁদের জন্য এই বাজেট নয়। সরকার শুধু বড় বড় কথা বলে গেল, তাঁরা কী বলল সেটা সাধারণ মানুষের বধোগম্য নয়। কেন্দ্রের এই বাজেট পেগাসাস স্পিন বাজেট ছাড়া আর কিচ্ছু না।’
অন্যদিকে কেন্দ্রের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেন, ‘এই বাজেটে মধ্যবিত্ত, দরিদ্র ও বঞ্চিত, যুব সমাজ, কৃষকদের জন্য কিচ্ছু নেই। মোদী সরকারের এই বাজেট একেবারে শূন্য।’
মঙ্গলবার করোনা অতিমারির মাঝেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারের বাজেটে কী কী পেশ হতে চলেছে সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। বিরোধীরা বলছেন, এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য তেমন কিছুই বড় ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এমনকী অপরিবর্তিত রয়েছে আয়করের হারও।
BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING – A PEGASUS SPIN BUDGET
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022
M0di G0vernment’s Zer0 Sum Budget!
Nothing for
– Salaried class
– Middle class
– The poor & deprived
– Youth
– Farmers
– MSMEs— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022