HomeBharatPunjab: তলোয়ার নিয়ে খালিস্তানি সমর্থকদের হামলা, আগ্নেয়াস্ত্র নিয়ে অসহায় পুলিশ

Punjab: তলোয়ার নিয়ে খালিস্তানি সমর্থকদের হামলা, আগ্নেয়াস্ত্র নিয়ে অসহায় পুলিশ

- Advertisement -

শিখ বিচ্ছিন্নতাবাদী তথা খালিস্তানপন্থী ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের প্রধান অমৃতপাল সিংয়ের অসংখ্য অনুগামীর সশস্ত্র ঘেরাটোপে অসহায় পাঞ্জাব পুলিশ (Punjab police)। হাজার হাজার উগ্র খালিস্তানপন্থী সমর্থক ঘেরাও করেছে অমৃতসরের আজনালা থানা। প্রবল উত্তপ্ত পরিস্থিতি। অসহায় পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্যের আম আদমি পার্টির সরকারও বিব্রত।

হাজার হাজার খালিস্তানপন্থী সমর্থক বৃহস্পতিবার দুপুরে অমৃতসরে পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢুকে পড়ে তারা। তাদের লাঠি ও তলোয়ারের আঘাতে আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। গুরু অমৃতপালের কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতার করার প্রতিবাদে থানা ঘেরাও করা হয়। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে রাহাজনির অভিযোগ আছে। এদিকে ধৃতদের ছিনিয়ে আনতে উগ্র খালিস্তানপন্থীদের হামলা শুরু হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় অমৃতপালের সমর্থকদের।

   

ওয়ারিস পাঞ্জাব দে নামের সংগঠনটি পাঞ্জাবে মাদক বিরোধী প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছে। এছাড়া, ধর্মান্তরিত শিখদের ঘর ওয়াপসির পক্ষেও প্রচার করে তারা। একই সঙ্গে এই সংগঠন খলিস্তান রাষ্ট্র তথা মহারাজা রণজিত সিং প্রতিষ্ঠিত শিখ সাম্রাজ্যের সমর্থক। এটি খালিস্তান বলে পরিচিত। এই একই দাবিতে একাধিক সংগঠনের হামলায় বারবার রক্তাক্ত হয়েছে পাঞ্জাব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular