Punjab: পাকিস্তানের সাথে যোগাযোগ রেখে আত্মগোপনে অমৃতপাল সিং

শিখ রাজত্বের অন্তর্গত এলাকাকে খালিস্তান হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন চালায় বেশকিছু উগ্র শিখ সংগঠন। তাদের মদত করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে পুলিশ। এবার পুরো পাঞ্জাব জুড়ে চলছে আত্মগোপনে থাকা খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের খোঁজ।

পাঞ্জাব (Punjab) গরম। বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থী (Khalistan) নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) পলাতক। পাঞ্জাব পুলিশের ঘেরাটোপে অমৃতসর সহ রাজ্যের বিভিন্ন এলাকা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আত্মগোপনে থাকা উগ্র শিখ নেতা অমৃতপাল সিং ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে পাকিস্তানের সাথে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই নির্দেশ মেনে চলছে এই খালিস্তানি নেতা।

শিখ রাজত্বের অন্তর্গত এলাকাকে খালিস্তান হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন চালায় বেশকিছু উগ্র শিখ সংগঠন। তাদের মদত করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে পুলিশ। এবার পুরো পাঞ্জাব জুড়ে চলছে আত্মগোপনে থাকা খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের খোঁজ।

   

দিনভর প্রবল উত্তেজনা পাঞ্জাবে। অমৃতসর সংলগ্ন এলাকায় নামানো হয়েছে সশস্ত্র বাহিনী। পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ। তবে পাঞ্জাব পুলিশের তরফে বলা হয়েছে, রাজ্যবাসী যেন গুজবে বিশ্বাস না করেন। রাজ্য জুড়ে চলছে অভিযান। অমৃতপাল সিংয়ের সমর্থক এমন ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু আগ্নেয়াস্ত্র।

খলিস্তানি সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান অমৃতপাল সিং। গত মাসেই তাঁর ঘনিষ্ঠ অনুচর লভপ্রীত তুফানকে গ্রেফতার করে পুলিশ। এরপর অমৃতপাল সিং হুমকি দেয় লভপ্রীতকে না ছাড়লে ফল ভাল হবে না। থানা ঘেরাও করে হামলা করে তার অনুগামীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন