Satyam Bhattacharya: রক্তবীজের সেটে জন্মদিন পালন সত্যম ভট্টাচার্যের, প্রকাশ্যে ভিডিও

23
Satyam Bhattacharya S birthday celebration
Advertisements

বর্তমানে দেশ বিদেশের নানান চলচ্চিত্র সিনেমা হলের পর্দা ছেড়ে চলে এসেছে আমাদের বেডরুমে। তার পুরো ক্রেডিট দেওয়া যায় স্মার্ট ফোনকে। কারণ সেই কারণেই আমরা বাড়ি বসে সবকিছু দেখতে পাই সহজেই। আর বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন অনেক নবাগত তাঁরই মধ্যে একজন হলেন সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমরা বলছি বল্লোভপারে রূপকথা সিনেমার রাজা অর্থাৎ ভূপতি। সম্প্রতি মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য্য পরিচালিত বল্লোভপুরের রূপকথা। যা ইতিমধ্যেই নজর করেছে সকলের। কাহিনীর পাশাপাশি নেটিজেনরা হতবাক হয়েছেন সত্যমের অভিনয়ে।

তাঁর সাবলীল অভিনয়ে কাহিল হয়েছেন সকলেই। রাতারাতি বেড়েছে ফ্যান ফলোয়ার, তাই বর্তমানে টলি পাড়ার অভিনেতাদের মধ্যে যে তিনিও একজন সেটা বলা যায় সহজেই। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন মেয়েদের কাছে জনপ্রিয়। গতকাল ছিল তাঁর জন্মদিন, আর তারই কিছু ঝলক উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়। সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়াকে সমাজের দর্পণ বলা চলে। সবকিছুই ধরা দেয় সেখানে।

Advertisements

আর এহেন অভিনেতার জন্মদিন হলে তো কথায় নেই। হইচই প্রোডাকশনের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রক্তবীজের শেটে অভিনেতার জন্মদিন পালন করা হচ্ছে কেক কেটে। সাথে রয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায়। তাঁরা অভিনেতাকে কেক খাইতে দিচ্ছেন। এবং সেই সাথে বলে রাখি আগামী পুজোতেই মুক্তি পেতে চলেছে রক্তবীজ, তাই এই কটাদিন অপেক্ষা করতেই হবে দর্শকদের।

Advertisements
Advertisements