Punita Arora : ভারতীয় সামরিক বাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল

সাধারণের মধ্যেও মেলে অসাধরণের হদিশ। পুনিতা অরোরা (Punita Arora) এমনই এক নাম। যে সময় সমাজে পুরুষদের প্রতিপত্তি ছিল আরও বেশি, পুনিতার উঠে আসে, বেড়ে ওঠা…

Punita Arora

সাধারণের মধ্যেও মেলে অসাধরণের হদিশ। পুনিতা অরোরা (Punita Arora) এমনই এক নাম। যে সময় সমাজে পুরুষদের প্রতিপত্তি ছিল আরও বেশি, পুনিতার উঠে আসে, বেড়ে ওঠা সেই সময়ের। তিনিই ভারতীয় সামরিক বাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল।

একাধিক মেডেল, সম্মান পেয়েছেন কেরিয়ারে। ধাপে ধাপে সিঁড়ি চড়ে উঠেছেন শিখরে। পুনিতা অরোরা ভারতীয় মহিলাদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বর্তমানে তাঁর দেখানো পথকে পাথেয় করছেন নবাগতরা।

পুনিতা অরোরা প্রথম মহিলা যিনি ভারতীয় সশস্ত্র বাহিনীতে লেফটেন্যান্ট জেনারেলের দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্জন করেছিলেন। শুধু তাই নয়, তিনি ২০০৪ সালে সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজের প্রথম মহিলা অফিসার। এবং ২০০৫ সালে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ভাইস-অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভাতিন্দায় এক পাঞ্জাবি পরিবারে জন্ম পুনিতার। কম বয়স থেকেই দেখতেন দেশ সেবা করার স্বপ্ন। জন্মভূমির স্বার্থে তিনি অকুতোভয়। ভারতীয় সেনার একজন সদস্য হিসেবে তিনি গর্বিত। পুনে থেকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছিলেন। পরে যোগ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান। সেনা জীবনের দীর্ঘ কেরিয়ারে পেয়েছেন ১৫ টি পদক। প্রায় ৩৬ বছর দেশের কাজে নিয়োজিত থেকেছেন পুনিতা অরোরা। বিশিষ্ট সেবা পদক, পরম বিশিষ্ট সেবা পদক এবং সেনা পদকের সম্মানেও ভূষিত করা হয়েছে তাঁকে।