পুণে: পুণে জুড়ে সন্ত্রাসযোগের অভিযোগে বড়সড় অভিযান চালাল মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)। সোমবার পুণের কোন্দহওয়া (Kondhwa) এলাকায় হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে ২৮ বছরের এক যুবককে। তাঁর নাম জুবের হাঙ্গারগিকার (Zuber Hangargikar)।
এটিএস সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ-তিনি সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িত বা তাতে সহায়তা করছিলেন। আদালতে তোলা হলে বিচারক জুবেরকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
একাধিক ঠিকানায় তল্লাশি
এর আগে ৯ অক্টোবর পুণের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল এটিএস। সেই অভিযানে উদ্ধার হয়েছিল একাধিক ইলেকট্রনিক যন্ত্র, নথি ও উগ্রপন্থী সাহিত্য। ওইসব প্রমাণের ভিত্তিতে অবৈধ কার্যকলাপ (নিষিদ্ধকরণ) আইন, ১৯৬৭ (UAPA)-এর ধারায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতার হয় জুবের
তদন্তে নতুন সূত্র মেলায় সোমবার ফের অভিযান চালায় এটিএস এবং গ্রেফতার হয় জুবের। সূত্রের দাবি, এখনও চলেছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ, ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সম্ভাব্য সন্ত্রাস-যোগ ও যোগাযোগের নেটওয়ার্ক।
এটিএসের এক সিনিয়র আধিকারিক বলেন, “প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল উপকরণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে।”


