Kashmiri Pandit Murder: সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে গণ ইস্তফা কাশ্মীরি পণ্ডিতদের

রাহুল ভাট নামের কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর। সম্প্রতি কাশ্মীরের বুদগাম জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হন রাহুল। এরপরেই কাশ্মীর উপত্যকার প্রায় ৩৫০…

রাহুল ভাট নামের কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর। সম্প্রতি কাশ্মীরের বুদগাম জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হন রাহুল। এরপরেই কাশ্মীর উপত্যকার প্রায় ৩৫০ জন সরকারী কর্মচারী যারা কাশ্মীরি পণ্ডিত তাঁরা পদত্যাগ করেছেন।

জানা গিয়েছে, ওই কর্মীরা জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে একটি চিঠি লিখে জানান, কাশ্মীরে তারা আর নিরাপদ বোধ করছেন না। বাস্তুচ্যুতদের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় এই কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩৫ বছর বয়সী রাহুল ভাট বুদগাম জেলার চাদুরায় তার তহসিল অফিসে দুই লস্কর-ই-তৈবা গুলিতে গুলিতে নিহত হন।
ভাট একজন কাশ্মীরি পণ্ডিত সরকারী কর্মচারী ছিলেন যিনি ২০১০-১১ সালে অভিবাসীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে কেরানির চাকরি পেয়েছিলেন।

ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় উপত্যকা। ক্ষুব্ধ কাশ্মীরি পণ্ডিতরা শুক্রবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়ে বলে খবর।

এদিকে নিরাপত্তা বাহিনীর দাবি, শুক্রবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার আরাগাম এলাকায় ব্রারে একটি এনকাউন্টারে এই ভাট হত্যাকাণ্ডে জড়িত দুই জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে।