রাইসিনা হিল কার? নজরে নয়াদিল্লি

রাইসিনা হিলস কার দখলে? দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা? কে বসবেন রাষ্ট্রপতির আসনে তা আজকেই পরিষ্কার হয়ে যাবে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু…

রাইসিনা হিলস কার দখলে? দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা? কে বসবেন রাষ্ট্রপতির আসনে তা আজকেই পরিষ্কার হয়ে যাবে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা। 

ইতিমধ্যে সংসদে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সংসদ চত্ত্বর। ব্যালটে গণনা শুরু হবে।  বিজেপি দ্রৌপদী মুর্মুর বিজয় উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে খবর। বিশিষ্ট মহলের দাবি,  বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে ছাড়িয়ে যাবেন। বিকেল ৪টার দিকে ফলাফল বেরোনর কথা রয়েছে। 

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন মূর্তি মার্গে তাঁর অস্থায়ী আবাসনে মুর্মুর সঙ্গে দেখা করতে যাবেন এবং নির্বাচনের ফল ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানাবেন।

এমনকি বিজেপি দলের সদর দফতর থেকে রাজপথে মুর্মুর জয়ের পরে দিল্লি বিজেপি একটি রোড শো করার পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে অনেক নেতা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এই রাষ্ট্রপতি নির্বাচনে জিততে হলে পদপ্রার্থীর প্রয়োজন ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট।