Presidential Election: ‘বাবরি ভাঙা পার্টির লোক যশবন্তকে সমর্থন কেন’, প্রশ্নবাণে ঘেঁটে ঘ সিপিআইএম

বাবরি ভাঙা পার্টির লোককে সমর্থন করলেন কেন? এমনই বিতর্কিত প্রশ্নের মুখে সিপিআইএম ও সিপিআই। এর পরেই প্রশ্ন, গুজরাটের সেই ভয়াবহ পরিস্থিতি তৈরির পার্টির লোককে কেন…

Yashwant Sinha Presidential Election

বাবরি ভাঙা পার্টির লোককে সমর্থন করলেন কেন? এমনই বিতর্কিত প্রশ্নের মুখে সিপিআইএম ও সিপিআই। এর পরেই প্রশ্ন, গুজরাটের সেই ভয়াবহ পরিস্থিতি তৈরির পার্টির লোককে কেন ভোট দেবেন? রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করে সমর্থক বিক্ষোভের মুখে দুটি বাম-দল। পুরো ঘেঁটে ঘ পরিস্থিতি।

আরও বাকি আছে, প্রশ্ন উঠছে যশবন্ত সিনহাকে সমর্থনের বদলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটি লোকসভা আসন ভিক্ষে চাইবেন?

হাজার হাজার প্রশ্ন। সেই প্রশ্নবাণে জর্জরিত সিপিআইএম ও সিপিআই পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি। রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে নিয়ে বিক্ষুব্ধ সমর্থকদের ক্ষোভ মন্তব্য সোশ্যাল মিডিয়া মারফত উড়ে আসছে। হাল খারাপ বুঝেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা।

যশবন্ত সিনহা বিজেপিতে ছিলেন। তিনি যখন বিজেপিতে তখন বিতর্কিত করসেবার নামে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। পরে তিনি বাজপেয়ী মন্ত্রিসভার বিদেশ ও অর্থমন্ত্রী হন। তিনি বিজেপিতে থাকার সময় গুজরাটে ঘটেছিল গোষ্ঠি সংঘর্ষ। অভিযোগ, যশবন্ত সিনহা তার পরেও বিজেপিতে ছিলেন। আরও অভিযোগ, দলীয়স্তরে আর গুরুত্ব না পেয়ে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পরে সরব হন। বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যশবন্ত সিনহাকে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে তিনি সেই পদ থেকে সরে গেছেন। বাম সমর্থকদের প্রশ্ন, পরাজয়ের পর যশবন্ত সিনহা ফের তৃণমূলের পদে ফিরবেন।  তখন কী হবে।

মন্তব্য ঝড়ে কাবু সিপিআইএম ও সিপিআই। চাপে পড়ে সিপিআইএম নিজেদের ফেসবুক পেজের কমেন্ট বক্স বন্ধ করেছে। সিপিআই আরও বিপাকে। কারণ, দুবার হাজারিবাগ লোকসভা কেন্দ্রে যশবন্ত সিনহা পরাজিত হয়েছিলেন সিপিআইয়ের কাছে। সেই দুবার সাংসদ হন ভুবনেশ্বর প্রসাদ মেহতা। তবে হাজারিবাগ থেকে বেশ কয়েকবার বিজেপি সাংসদ হয়েছেন যশবন্ত সিনহা। সিপিআই সমর্থকদের কটাক্ষে জর্জরিত নেতারা।