রাতারাতি আলো পৌঁছানোর চেষ্টা বিদ্যুৎহীন হবু রাষ্ট্রপতির গ্রামে

তিনি এনডিএ সরকারের রাষ্ট্রপতি পদপ্রার্থী। অথচ তাঁর গ্রামেই কিনা নেই বিদ্যুৎ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ওড়িশার আদিবাসী বাড়ির মেয়ে তথা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)আজ গোটা দেশের কাছে পরিচিত। কিন্তু দুর্ভাগ্যবশত, দ্রৌপদী মুর্মুর পৈতৃক গ্রাম, যা শিরোনাম তৈরি করছে, বৈদ্যুতিক আলো থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

Advertisements

জানা গিয়েছে, ময়ূরভঞ্জ জেলার কুসুম ব্লকের অন্তর্গত দুঙ্গুড়িশাহি গ্রামে মুর্মুর বাড়ি ছাড়াও, এখনও পর্যন্ত বিদ্যুৎ পায়নি ২০টি পরিবার।
তবে স্থানীয় মানুষের ক্ষোভের জেরে আদিবাসী অধ্যুষিত এলাকা ও মুর্মুর গ্রামে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার।


এই গ্রামে দ্রৌপদী মুর্মুর প্রয়াত ভাই ভগত চরণের ছেলে বিরচি নারায়ণ টুডুর বাড়িতে কেরোসিনের মাধ্যমে আলো জ্বলে। মোবাইল চার্জ করতে ১ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি গ্রামে যেতে হয় স্থানীয়দের। দ্রৌপদীর ভাই গ্রামের একজন সাধারণত কৃষক এবং তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন।

দ্রৌপদী মুর্মুর আদি গ্রাম ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামবাসীরা খুব গর্বিত যে তাদের মধ্যে একজনকে শীঘ্রই দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সাংবিধানিক পদে পুরস্কৃত করা হবে। গর্বিত বোধ করার পাশাপাশি গ্রামবাসীরা তাদের ক্ষোভ প্রকাশ করে যে তাদের গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। এখন গ্রামবাসীদের আশা, গ্রামের মেয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর খুব শীঘ্রই অন্যান্য জনবসতির মতো তাঁদের গ্রামেও বিদ্যুৎ সংযোগ থাকবে এবং রাস্তায় বাল্ব জ্বালানো হবে।

Advertisements

জেলার দুঙ্গুড়িশাহি গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য ধানমণী বাসকেয়া বলেন, টাউনশিপে বিদ্যুৎ সংযোগ নেই। বিজেপি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করার আগে গ্রামের স্থানীয়রা জেলার জেলাশাসকের কাছে গ্রামে বিদ্যুৎ সংযোগ না থাকার জন্য একটি আবেদন জমা দিয়েছিলেন।

কিন্তু দ্রৌপদী প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধকালীন তৎপরতায় দুঙ্গুরিশাহি আদিবাসী অধ্যুষিত এলাকায় বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। দ্রৌপদী মুর্মুর ছোট ভাই তারনিসেন টুডু বলেন, জেলার কুসুম ব্লকে দুটি বসতি রয়েছে, বাদশাহি ও দুঙ্গুরিশাহি, দুঙ্গুরিশিয়াহি থেকে ১ কিলোমিটার দূরে বাদশাহি বস্তি অবস্থিত। আগে ডুঙ্গুরিশিয়াহি ছিল মাত্র ৫টি পরিবারের একটি ছোট্ট বসতি। কিন্তু কয়েক বছরে এই বসতিতে বাড়ির সংখ্যা বেড়েছে। আশা করছি, শীঘ্রই গ্রামবাসীরা বিদ্যুৎ পাবেন।

সরকারি সূত্রে খবর, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় জেলার কুসুম ব্লক এলাকায় আদিবাসী অধ্যুষিত এলাকায় বাদশাহি বস্তি পর্যন্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে। কিন্তু বাদশাহি বস্তি থেকে ১ কিলোমিটার দূরে ২০টি বাড়ি নিয়ে অবস্থিত দুঙ্গুরিশিহি বস্তি বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়।