জেনেভা/নয়াদিল্লি, ২০ অক্টোবর: ভারতের বিচার ব্যবস্থার জন্য এক গর্বের মুহূর্ত তৈরি করলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম. সিংহ। তাঁকে আগামী দুই বছরের জন্য (২০২৫–২০২৭) বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO)-র অ্যাডভাইজরি বোর্ড অফ জাজেস–এর চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন (Geneva Mission of India) এক টুইটে এই খবর জানিয়ে লিখেছে, “A proud moment for India!”।
WIPO-র এই বিশেষ বোর্ড আন্তর্জাতিক স্তরের বিচারপতিদের নিয়ে গঠিত। এখানে বিভিন্ন দেশের বিচারকেরা মেধাস্বত্ব আইন ও বিচারব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন, নতুন দিকনির্দেশ দেন এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার ব্যবস্থাকে আরও আধুনিক করার পথ দেখান।
বিচারপতি প্রতিভা এম. সিংহ বৌদ্ধিক সম্পত্তি আইন বা Intellectual Property (IP)–এর ক্ষেত্রে একজন অভিজ্ঞ নাম। দিল্লি হাইকোর্টে যোগ দেওয়ার আগে তিনি এই ক্ষেত্রেই দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর এই নিয়োগ নিঃসন্দেহে ভারতের বিচারব্যবস্থাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
India at UN, Geneva tweets, “A proud moment for India! Justice Prathiba M. Singh of Delhi High Court appointed as Chair of the World Intellectual Property Organization’s Advisory Board of Judges (2025–2027). As chair, she leads a group of international judges, providing… pic.twitter.com/pMnBbEy1Hl
— ANI (@ANI) October 19, 2025
ভারতের আইনজগৎ ও বিচারব্যবস্থার অনেকে মনে করছেন, এই পদক্ষেপ কেবল ভারতেরই নয়, দক্ষিণ এশিয়ার জন্যও এক বিশাল সম্মান। মেধাস্বত্ব আইন, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের বাড়তে থাকা গুরুত্বকেও এটি প্রতিফলিত করছে।