বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছে কংগ্রেসে যোগ দিতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সেই জল্পনা আরও ডালপালা মেলল। কারণ শনিবার প্রশান্ত দেখা করলেন সোনিয়া গান্ধীর সঙ্গে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করলেন তিনি।
চলতি বছরের শেষদিকে গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগেই সোনিয়া, রাহুল গান্ধী-সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্তর এই বৈঠক রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শনিবার সোনিয়ার বাসভবনে গিয়ে বৈঠক করেন প্রশান্ত। ওই বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে আগেও প্রশান্ত বৈঠক করেছিলেন। কিন্তু এই প্রথমবার তিনি গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের অন্য শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বললেন। এই ঘটনায় পিকের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা আরও বেড়েছে।
জানা গিয়েছে, আজকের বৈঠকে সোনিয়া গান্ধীর বাসভবনে উপস্থিত ছিলেন অম্বিকা সোনি, মল্লিকার্জুন খড়গে, কেসি বেণুগোপালের মত শীর্ষ নেতারা।
এদিনের বৈঠকে কংগ্রেসের নেতৃত্বে সামনে নিজের ভিশন তুলে ধরেছেন প্রশান্ত। এবার তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। চলতি বছরে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ভোট। আর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই ক্ষমতাসীন দলের নাম বিজেপি। কংগ্রেসের একাংশ চাইছে এই দুই রাজ্যের নির্বাচনী কৌশল তৈরি করুন প্রশান্ত।
প্রশান্ত নিজে গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করতে আগ্রহী। ওই সূত্রে জানা গিয়েছে, শুধু গুজরাট বা হিমাচলের নির্বাচন নিয়ে কাজ করার জন্য নয়, পাকাপাকিভাবে কংগ্রেসের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পিকে।
কংগ্রেসে যোগ দিলে ২০২৪ লোকসভা নির্বাচনের কৌশল রচনার দায়িত্ব পিকে পাবেন বলে মনে করা হচ্ছে। এর আগেও পিকের কংগ্রেসের যোগদানের কথা হয়েছিল। কিন্তু তখন বিষয়টি তেমনভাবে দানা বাঁধেনি। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের পর কংগ্রেসের নেতৃত্ব চাইছে দলের পুনরুত্থানের জন্য প্রশান্তকে দায়িত্ব দেওয়া হোক।