প্রতিশ্রুতি রাখল পাঞ্জাবের আপ সরকার, রাজ্যবাসী পাবেন বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ

ঠিক এক মাস হল পাঞ্জাবের ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল আপ। যার মধ্যে অন্যতম হল সকলকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা…

ঠিক এক মাস হল পাঞ্জাবের ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল আপ। যার মধ্যে অন্যতম হল সকলকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। শনিবার ভগবন্ত সরকারের এক মাস পূর্ণ হল। সেদিনই এই ঘোষণা। যদিও বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুবিধা কার্যকর হবে ১ জুলাই থেকে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই তিনি রাজ্যবাসীকে একটি বড় ধরনের খবর দেবেন। একইসঙ্গে তিনি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটি বৈঠকও করেন। ওই বৈঠকের পর তিনি বলেন, দলপতির সঙ্গে একটি দারুণ বৈঠক হল। খুব শীঘ্রই পাঞ্জাবের মানুষকে আমরা একটি সুখবর দেব। এদিন সেই সুখবরটি ঘোষণা করল পাঞ্জাবের আপ সরকার। দিল্লিতে আপ সরকার প্রতিটি বাড়িতে বিনামূল্যে ২০০ পর্যন্ত বিদ্যুৎ দিয়ে থাকে। পাঞ্জাবে বিনামূল্যে আরও ১০০ ইউনিট বিদ্যুৎ বেশি পাবেন মানুষ।

নির্বাচনী প্রচারে এসে পাঞ্জাবে আপ প্রধান কেজরিওয়াল বলেছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়। অযৌক্তিক ও ভুয়ো বিল পাঠান হয় গ্রাহকদের। সেই বিল মেটাতে অস্বীকার করলে সংযোগ কেটে দেওয়া হয়। তাই কেজরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে এ ধরনের কিছুই হবে না। বরং একটি নির্দিষ্ট ইউনিট পর্যন্ত মানুষকে বিদ্যুৎ খরচ দিতে হবে না। এর আগে মাসেই দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে ভগবন্ত মান সরকার।