গ্রেফতার মোদীর ‘বন্ধু’ দলের হেভিওয়েট নেতা, কেঁপে গেল দিল্লি

লোকসভা ভোট মিটতেই বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। যৌন হেনস্থা মামলায় গ্রেফতার করা হল জেডিএস নেতা সুরজ রেভান্নাকে। সুরজ যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার ভাই।…

লোকসভা ভোট মিটতেই বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। যৌন হেনস্থা মামলায় গ্রেফতার করা হল জেডিএস নেতা সুরজ রেভান্নাকে। সুরজ যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার ভাই। এই প্রজ্জ্বলের বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। দলের এক পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুরজকে।

হাসান লোকসভা আসন থেকে হেরে যাওয়া প্রজ্জ্বলকে ৩১ মে জার্মানি থেকে ফেরার পরই গ্রেফতার করা হয়। প্রজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রয়েছে। তাঁর বাবা এইচ ডি রেভান্না এবং মা ভবানী জামিনে মুক্ত। এর আগে পুলিশ জানিয়েছিল, শনিবার জেডি(এস) এমএলসি সুরজ রেভান্নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিছুদিন আগে এক দলীয় কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চেতন কেএস (২৭) পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে হোলেনারাসিপুরার বিধায়ক এইচ ডি রেভান্নার বড় ছেলে সুরজ রেভান্না ১৬ জুন সন্ধ্যায় হোলেনারাসিপুরা তালুকের ঘানিকাদায় তার ফার্মহাউসে তাকে যৌন নির্যাতন করেছিলেন।

   

অভিযোগের ভিত্তিতে হোলেনারাসিপুরা পুলিশ শনিবার সন্ধ্যায় জেডি (এস) এমএলসির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (অপ্রাকৃতিক যৌনতা) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাগ্নে সুরজ রেভান্না (৩৭) প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।

সুরজ রেভান্নার পাল্টা অভিযোগ, চেতন তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা আদায়ের মিথ্যা অভিযোগ করেছেন। সূরজ রেভান্নার ঘনিষ্ঠ সহযোগী শিবকুমারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার চেতনের বিরুদ্ধে তোলাবাজির মামলা রুজু করে পুলিশ। শিবকুমার অভিযোগ করেছেন যে চেতন তার বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা মামলা দায়ের করার হুমকি দিয়ে সুরজ রেভান্নার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। অভিযোগ, চেতন সুরজ রেভান্নার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেন এবং পরে ২ কোটি টাকা দিতে রাজি হন।