অপরিবর্তিত পোস্ট অফিস স্কিমে সুদের হার, কতটা লাভ হবে গ্রাহকদের?

পুজোর দোরগোড়ায় অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারে বিশেষ করে পিপিএফ (PPF Interest Rate)-এ কতটা পরিবর্তন হল সেই দিকে নজর ছিল…

Interest rates unchanged in postal schemes; how much profit will customers make?

পুজোর দোরগোড়ায় অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারে বিশেষ করে পিপিএফ (PPF Interest Rate)-এ কতটা পরিবর্তন হল সেই দিকে নজর ছিল মানুষের। এবার আজ সোমবার সুদের হারে ঠিক কতটা পরিবর্তন হল সেই তথ্যই জানানো হল কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে। এর আগে দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছিল।

সেই অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার (Small Saving Schemes Interest Rate) কত হবে বাড়বে না কমবে সেই নিয়ে চিন্তায় ছিল মানুষ। সাধারণত, কেন্দ্রীয় সরকার চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পোস্ট অফিস (Post Office) স্কিমের সুদের হার ঘোষণা করে। আর এবারও তাই হল। জানা যাচ্ছে, তৃতীয় ত্রৈমাসিকেও কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসে সুদের হার অপরিবর্তিত রেখেছে।

   

সেক্ষেত্রে ‘পাবলিক প্রভিডেন্ট ফান্ড’ (পিপিএফ), ‘সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম’, ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’-এর মতো পোস্ট অফিসের একাধিক স্কিমে সুদের হারও অপরিবর্তিত থাকতে চলেছে। তাহলে এবার দেখে নেওয়া যাক, বিভিন্ন সঞ্চয় প্রকল্পগুলোতে সুদের হার (Small Saving Schemes Interest Rate) ঠিক কত রয়েছে? এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘পাবলিক প্রভিডেন্ট ফান্ড’ (PPF)-এ সুদ মিলছে ৭.১ শতাশ হারে।

আরেকটি জনপ্রিয় প্রকল্প ‘সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট’ প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ। অন্যদিকে ‘কিষান বিকাশ পত্র’-এ সুদের হার ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর)। এদিকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ। ১ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদ মিলবে ৬.৯ শতাংশ হারে। অন্যদিকে ২ বছরের টার্ম ডিপোজিটে প্রাপ্ত সুদের হার ৭ শতাংশ।

৩ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ৭.১ শতাংশ। এছাড়া ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ৭.৫ শতাংশ। ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদ মিলবে ৭.৭ শতাংশ। তাহলে আর দেরী না করে আজই পিপিএফ সহ পোস্ট অফিসের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পে বিনিয়োগ করে লাভের মুখ দেখুন।