ফের আন্না সেবাস্তিয়ানের ছায়া উত্তরপ্রদেশে। টার্গেটের চাপে ফের আরও এক তরুনের আত্মহত্যা। নামী বিমা সংস্থার ইএমআই আদায়ের টার্গেট লাভ করতে না পারায় অনবরত সিনিয়রদের থ্রেটের মুখে পড়তে হচ্ছিল ৪২ বছরের তরুন সাক্সেনাকে। শেষ পর্যন্ত চাপ নিতে না পেরে আত্মহত্যা করেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) ঝাঁসির এই বাসিন্দা।
ছদ্মনামে আধার কার্ড, গোপনে ১০ বছর ভারতে কী করছিল এই পাকিস্তানি পরিবার?
সুইসাইড নোটে তরুণ লিখেছেন, কর্মক্ষেত্রে তাঁর সিনিয়ররা টার্গেট পূরণ করার জন্য অনবরত চাপ সৃষ্টি করছিলেন গত দু’মাস ধরে। টার্গেট সম্পূর্ণ না করতে পারলে তাঁর বেতন কাটা যাবে বলেও মানসিক চাপ দেওয়া হচ্ছিল। যদিও তাঁর অভিযোগ সম্পর্কে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। সোমবার সকালে তরুণকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর কাজের লোক প্রথম দেহটি দেখতে পান।
নির্যাতিতার ছবি ‘ভাইরাল’ কেন? অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে ‘সুপ্রিম’ নির্দেশ
তিনি তাঁর স্ত্রী মেঘা এবং দুই সন্তান যথার্থ এবং পিউকে আরেকটি ঘরে বন্ধ করে রাখেন। পুলিশ সূত্র জানিয়েছে, আত্মহত্যার আগে স্ত্রীকে একটি পাঁচপাতার চিঠি লিখে রেখে গিয়েছেন তরুণ। সেখানে তিনি বলেছেন, তাঁর উপর সাংঘাতিক চাপের কথা। গত ৪৫ দিন ধরে তিনি ঠিক মতো খেতে ও ঘুমোতে পারেননি বলে চিঠিতে লিখেছেন।
নির্বাচনের আগে গরুকে ‘রাজ্যমাতার’ মর্যাদা! সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের
বাবা- মা ও স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সন্তানদের উদ্দেশ্যে লিখেছেন তাঁরা যেন পড়াশোনা করে ভালমতো। বাড়ির দোতলা যাতে শেষ হয়, সেই শেষ ইচ্ছাও জানিয়েছেন। আত্মীয়স্বজনের প্রতি বার্তা তাঁরা যেন স্ত্রী মেঘাকে বিমার টাকা পেতে সাহায্য করেন। পাশাপাশি অফিসের সিনিয়রদের বিরুদ্ধে থানায় এফআইআরের কথাও বলেছেন তিনি। সম্প্রতি আর্নেস্ট ইয়ং-এর কর্মী আন্না সেবাস্তিয়ান অধিক চাপ নিতে না পেরে আত্মহত্যা করে। যা নিয়ে শোরগোল পড়ে গোটা দেশে।